উত্তর দিনাজ্পুর:— দুর্ঘটনায় জখম হয়ে ভিনরাজ্যের অনাথ এক লড়ি কর্মী ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।সাথে কেউ নেই দেখার মতো। ইসলামপুর মহকুমা হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীদের মানবিক সেবায় একটু একটু করে সেরে উঠছেন ওই অনাথ লড়ি কর্মী। সম্পুর্ন ভালো হতে তাঁকে চিকিৎসকরা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল শিলিগুড়িতে স্থানান্তর করেছে। কিন্তু কে নিয়ে যাবে, কার সাথে যাবে, মেডিক্যালে কোথায় দেখাবে ওষুধপত্র লাগলে কে দেবে এরকমই বহু প্রশ্নে জর্জরিত ঝাড়খণ্ডের গিরিডি এলাকার বাসিন্দা শিবনাথ যাদব। তবে এই দুর্দশার দিনে কোনও আপনজনকে পাশে না পেয়ে হতাশার পাশাপাশি মানসিক যন্ত্রনা শিবনাথের চোখে মুখে ফুটে উঠেছে। খবর পেয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন আশার আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক মহম্মদ নাজিম শরিফ। মহম্মদ নাজিম বিষয়টি ইনকিলাব ফাউন্ডেশনের চেয়ারম্যান সাদিকুল ইসলামকে জানান। সাদিকুল সাহেব ইসলামপুর হাসপাতালে এসে শিবনাথের সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে তাঁকে সুস্থ করে তাঁর রাজ্যে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহন করেন। মহম্মদ নাজিম ও সাদিকুল সাহেবের মানবিকতা দেখে আপ্লুত জখম শিবনাথ যাদব। নিজেদের উদ্যেশ্য সাধন করতে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করা সমাজের ঠেকেদারদের মুখে কষে থাপ্পড় মারবে মহম্মদ নাজিম ও সাদিকুল ইসলামের মতো ব্যক্তিত্ব সেবিষয়ে কোনও সন্দেহ নেই।