ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার একাধিক পরিকল্পনা শিলান্যাস করলেন

0
170

ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার একাধিক পরিকল্পনা শিলান্যাস করলেন।

দক্ষিণ দিনাজপুর জেলার পাশাপাশি পশ্চিমবঙ্গ জুড়ে একাধিক পরিকল্পনা শিলান্যাস করলেন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্তৃক পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন বিভাগের আর্থিক সহায়তায় দক্ষিন দিনাজপুর জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির অধীন বুনিয়াদপুর রিটেল মার্কেট কমপ্লেক্সের প্রথম পর্বের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। সেই মার্কেট কমপ্লেক্সের প্রথম পর্বের বিল্ডিং এর উদ্বোধন ১২ই মার্চ, ২০২৪ ভিডিও কনফারেন্স এর মাধ্যমে করা হলো। প্রথম পর্বের মতনই দ্বিতীয় পূর্বের মার্কেটের কাজও অতি দ্রুত শুরু করা হবে। এই মার্কেট কমপ্লেক্স উদ্বোধন হওয়ায় ব্যবসায়ী মানুষের উপকৃত হবে ও কমবে বেশ কিছু বেকারত্ব বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। এদিনের এই মার্কেট কমপ্লেক্স ভার্চুয়াল ভাবে উদ্বোধনে মার্কেটের মধ্যে ভিডিও কনফারেন্সের দেখাবার জন্য প্রজেক্টর লাগানো হয়। এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, গঙ্গানাপুর মহকুমা শাসক পি প্রমথ, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার সহ আরো অনেকেই।

এ বিষয়ে জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও বিপ্লব মিত্র সহযোগিতায় বুনিয়াদপুরে প্রথম পর্বের মার্কেট কমপ্লেক্সের ভার্চুয়াল ভাবে উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরকম একটি মার্কেট পাওয়ায় খুশি শহরবাসী।

এ বিষয়ে বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার জানিয়েছেন আমাদের বুনিয়াদপুর শহরে এরকম একটি মার্কেট কমপ্লেক্স পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। এই মার্কেটের প্রথম পর্ব উদ্বোধন করা হলো দ্বিতীয় পর্ব অতি দ্রুত কাজ শেষ করা হবে।

এ বিষয়ে গঙ্গারামপুর মহকুমা শাসক পি প্রমথ জানিয়েছেন বুনিয়াদপুর শহরের কিষাণ মান্ডিতে একটি মার্কেট কমপ্লেক্স এর ভার্চুয়াল ভাবে উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতি দ্রুতই মার্কেটে চালু করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here