ভারত বাংলাদেশ সীমান্তে সোনা পাচার করতে গিয়ে সোনা সহ পাঁচজনকে গ্রেফতার করল জেলা কাস্টমসের বিশেষ দল

0
220

মালদা:——-ভারত বাংলাদেশ সীমান্তে সোনা পাচার করতে গিয়ে সোনা সহ পাঁচজনকে গ্রেফতার করল জেলা কাস্টমসের বিশেষ দল। উদ্ধার হয়েছে ৬কেজি ৭১২গ্রাম সোনার বাৌট। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার ভারত বাংলাদেশ সীমান্তের কেষ্টপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে জেলার তদন্তকারী সংস্থা।


রাজস্ব দপ্তর সুত্রে জানা গিয়েছে,ধৃতদের নাম অখিল মোরাল(৫২)। আশিষ কুমার দত্ত(৪৬),উত্তম কুমার দত্ত(৫৫), দিপেশ কুমায় ঘোষ(৪২) ও অতুল দাস(৪৩)। এদের প্রত্যেকে বাড়ি দক্ষিন দিনাজপুর জেলার হিলি থানা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে মালদা বহরমপুর ও শিলিগুড়ি রাজস্ব দপ্তরের যৌথ উদ্যোগে মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জহুরা তলার কেষ্টপুর এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো চারজনের নাম উঠে আসে। ধৃত ব্যক্তিকে নিয়ে ওই চারজনের খোঁজ শুরু করে রাজস্ব দপ্তরের বিশেষ দল। তাদের গ্রেপ্তার করে রাজস্ব দপ্তর এর বিশেষ দল। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ৬ কেজি ৭১২ গ্রাম সোনার বাট। দিদি ওদেরকে নিজেদের হেফাজতে নিয়ে রাজস্ব দপ্তর এর বিশেষ দল ঘটনার তদন্ত শুরু করেছে।


জেলা কাস্টমসের স্পেশাল সরকারী আইনজীবি সুদীপ্ত গাঙ্গুলী জানান, ডিরেক্টার অব রেভিনিউ ইন্টিলিজেন্স কাস্টমসের মালদা জেলা থেকে ৬ কেজি ৭১২ গ্রাম সোনা উদ্ধার করেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি ১৫ লক্ষ টাকা। এই পাঁচজন মূলত সোনা গুলি মালদা হয়ে বাংলাদেশে পাচার করছিল। ধৃতদের বাড়ি দক্ষিণ দিনাজপুরের হিলি থানা এলাকায়। ধৃতদেরকে এদিন জেল হেফাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here