পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৪ জুলাই ——- ভাগাড়েও মিলছে বৈধ ব্যালট! শুক্রবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকে। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌছে প্রায় ৪৩ টি ব্যালট পেপার উদ্ধার করেছে কুমারগঞ্জ থানার পুলিশ। জানা যায়, কুমারগঞ্জের ধাদলপাড়ায় অবস্থিত পঞ্চায়েতের আবর্জনা ফেলার ভাগাড়েই এদিন বেশকিছু ব্যালট পেপার লক্ষ্য করেন সেখানকার কর্মীরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় মানুষজন সহ বেশকিছু নেতৃত্বরাও। যেখানেই লক্ষ্য করা যায় আবর্জনায় ফেলে দেওয়া ব্যালট পেপারগুলির বেশিরভাগই বৈধ। যাদের অধিকাংশ তেই বিজেপির সিম্বলে ছাপ মারা রয়েছে। যাকে ঘিরেই উস্কে উঠেছে প্রশ্ন? তবে কি ইচ্ছে করেই বিরোধী চিহ্নে ছাপ মারা ওইসব ব্যালট পেপার ফেলে দেওয়া হয়েছে? যদিও বিজেপির অভিযোগ ভোটবাক্সে দেওয়া মানুষের রায়কে এরা হরণ করেছে। যে কারনেই কখনও নদীর ধারে, কখনও নদীতে ফেলা জালে এবং কখনও ভাগাড়ে মিলছে মানুষের দেওয়া বৈধ ভোট। একই অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকার সাধারণ বাসিন্দারাও। তাদের অভিযোগ, এভাবে ব্যালট পেপার সর্বত্র পড়ে থাকা মানেই লাগামহীন দুর্নীতি হয়েছে এই পঞ্চায়েত নির্বাচনে
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর ভাগাড়েও মিলছে বৈধ ব্যালট! শুক্রবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা...