ভর্তি ফি কমানোর দাবিতে মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটে তালা মেরে ছাত্র বিক্ষোভ

0
187

ভর্তি ফি কমানোর দাবিতে মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটে তালা মেরে ছাত্র বিক্ষোভ। আন্দোলনরত ছাত্র ছাত্রীদের মারধর করে গেট খোলার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ আন্দোলনকারীদের। মহিলা ছাত্রীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ছাত্র-ছাত্রীদের দাবি অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে। কমাতে হবে। বারবার বিশ্ববিদ্যালয়কে তারা জানিয়ে ছিল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল । কিন্তু কাজ হয়নি। আর সেই কারণেই তারা বিক্ষোভ দেখাচ্ছে। আর বিক্ষোভ দেখানোর জন্য তাদেরকে হুমকির মুখে পড়তে হচ্ছে। এমনই অভিযোগ ছাত্র-ছাত্রীদের।
অধ্যাপক রাও জানিয়েছে ছাত্রছাত্রীদের দাবি সঠিক।
বিশ্ববিদ্যালয় কে এক হাত নিয়েছে বিজেপি নেতৃত্ব।
বর্তমানে বিশ্ববিদ্যালয় উপাচার্য নেই আর সেই কারণেই এই সংস্থা সৃষ্টি হচ্ছে। ছাত্র-ছাত্রীদের দাবি সঠিক দাবি জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি প্রসূন রায়ের্ যদিও মারধরের অভিযোগ অস্বীকার। অনেকক্ষণ ধরে গেট আটকানো ছিল আমরা শুধু গেটটা খুলেছি তার দাবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here