মালদা: ভরদুপুরে এক লরি চালককে মারধর করে ছিনতাই। বুধবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংলিশবাজার থানার আমবাজার এলাকায়।
আক্রান্ত লরি চালক মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে আক্রান্ত ওই লরি চালক এর নাম ভোম্বল পাল। বাড়ি মেদিনীপুর জেলার গড়বেতা। জানা যায় অন্ধপ্রদেশ থেকে পেঁয়াজ নিয়ে মালদা জেলার ইংলিশ বাজারের আম বাজারের গোডাউন এসেছিলেন। অভিযোগ বুধবার দুপুরে খাবার খেতে যাওয়ার সময় এক টোটোচালক হঠাৎই তার পথ আটকে বেধড়ক মারধর করতে শুরু করে এবং তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। এরপর রক্তাক্ত অবস্থায় ওই লরি চালককে উদ্ধার করে স্থানীয়রা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এদিকে ভরদুপুরে আমবাজারের মত ব্যস্ততম জায়গায় এই ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
















