ভয় দেখিয়ে ব্যাংকের কর্মীর থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটল মালদহের হরিশ্চন্দ্রপুর এ

0
841

মালদা ,২৭ সেপ্টেম্বর : গতকাল বিকেল বেলা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার অন্তর্গত মালিপাকর থেকে দাওয়া যাওয়ার ভালুকগামী রাজ্য সড়কে এক ব্যাংকের কর্মীর কাছ থেকে নগদ টাকা,পাস বুক সহ বিভিন্ন কাগজপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটলো।এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।তার মধ্যে তিনজনের নামে এর আগেও ছিনতাইয়ের কেস রয়েছে।

হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা এলাকার খুরিয়াল এর বাসিন্দা দ্বিজেন দাস।তিনি স্থানীয় একটি ব্যাংকের অধীনে দৈনন্দিন টাকা কালেকশন এর কাজ করেন।সেই কাজেই তিনি গতকাল বিকেল বেলা মালিপাকর থেকে দাওয়ার দিকে ভালুকা গামী রাজ্য সড়ক দিয়ে যাচ্ছিলেন।সেই সময়ে কয়েকজন দুষ্কৃতী এসে মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা ,ব্যাংকের পাস বুক এবং দরকারি কাগজপত্র ছিনতাই করে চলে যান।এর পর এই ঘটনা নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন দ্বিজেন দাস।সেই অভিযোগের ভিত্তিতেই আজ পাঁচজনকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।ধৃতরা হলেন(1)নাসির উদ্দিন(বয়স ৩৮,করকরিয়া তালগাছি এলাকা) ,(2) মনিরাম দাস(বয়স ২৫ দৌলতপুর পশ্চিমপাড়া এলাকা),(3)আশরাফুল(বয়স ২৮,রাঙাইপুর এলাকা),(4)আলাউদ্দিন( বয়স ৩৫,মঙ্গল এলাকা) এবং(5) সাজিদ আলী(বয়স ৪৩,সিঙ্গিয়া চাঁচল এলাকা)।পূর্বেও ছিনতাই কেসে এদের মধ্যে আশরাফুল, আলাউদ্দিন এবং সাজিদ আলীর নাম রয়েছে।চারজন হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা এবং সাজিদ আলী চাঁচল থানা এলাকার বাসিন্দা।

ধৃতদের কাছ থেকে ওয়ান শাটার বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও একটি বাইক তার সঙ্গে নগদ ১৮ হাজার টাকা, মোটরসাইকেল, ব্যাংকের পাস বুক এবং অন্যান্য কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে।ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হবে।সমগ্র ঘটনার তদন্ত করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here