ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমের শিক্ষা দিতে শিশু দিবসে অভিনব উদ্যোগ বিএসএফের, অস্ত্র প্রদর্শনীর মাধ্যমে শিক্ষা প্রদান দক্ষিন দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তে

0
310

পিন্টু কুন্ডু, নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট, ১৪ নভেম্বর— দেশের সুরক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সজাগ করতে দেশপ্রেমের শিক্ষা সীমান্তরক্ষী বাহিনীর। শিশু দিবসে অস্ত্র প্রদর্শনীর মাধ্যমে হাতে কলমে শিক্ষা প্রদান বিএসএফের। রবিবার শিশুদিবস কে সামনে রেখে সীমান্ত এলাকার খুদে পড়ুয়াদের নিয়ে এমনই এক শিক্ষামুলক অনুষ্ঠানের আয়োজন করে বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটেলিয়ন। এদিন হিলির ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকার মথুরাপুর বিওপিতে  লকমা, জামালপুর‌, মানিকো, বাঙালীপুর সহ বেশকিছু বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রীদের দেশের সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের শিক্ষা দেন। অত্যাধুনিক বেশকিছু অস্ত্রশস্ত্র হাতে তুলে ধরে তার বিবরণ ও ব্যাখ্যা করেন ১৩৭ বিএস এফ ব্যাটেলিয়নের জওয়ানরা। কিভাবে সীমান্তে সেসব অস্ত্র দিয়ে দেশকে রক্ষা করা হয় ও শত্রু পক্ষকে প্রতিহত করা হয় তারও ব্যাখ্যা দেন জওয়ানরা। যার মাধ্যমেই দেশের প্রতি ভালোবাসার এক বিশেষ দিক ফুটিয়ে তোলা হয় উৎসাহী শিশুদের মধ্যে। আগ্রহ বাড়ানো হয় দেশের সেবায় নিয়োজিত হবার কাজেও। দেশের প্রতি শিশুদের আরো মনযোগী ও আকৃষ্ট করবার এদিনের এমন অনুষ্ঠানে বিএসএফের ১৩৭ ব্যাটেলিয়নের তরফে হাজির ছিলেন কোম্পানী কমান্ডার টিটি জেমস্ স্টোন, সঞ্জিৎ শর্মা প্রমুখ। 

        অনুষ্ঠানে হাজির হওয়া দুই খুদে পড়ুয়া মিলন মন্ডল ও বাপি সরকাররা বলেন, বিএসএফ কাকুরা দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বাড়াতে বেশকিছু বিষয় তাদের সামনে উপস্থাপনা করেছেন। দেশের জন্য কিছু করতে ও দেশের সেবায় নিজেদের নিয়োজিত করতে ভবিষ্যতে তারা বিএসএফের কাজেই যোগ দেবেন।


ভবিষ্যৎ প্রজন্মকে দেশের প্রতি সজাগ করতে ও দেশের সেবায় নিয়োজিত করতে সীমান্ত এলাকার খুদে পড়ুয়াদের নিয়ে শিশুদিবসের মতো একটি গুরুত্বপূর্ণ দিনে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে ১৩৭ বিএসএফের তরফে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here