ব‍্যালট বাক্স থেকে ব‍্যালট চুরি হয়েছে বলে অভিযোগ করল বিজেপি

0
299

আলিপুরদুয়ারঃ ব‍্যালট বাক্স থেকে ব‍্যালট চুরি হয়েছে বলে অভিযোগ করল বিজেপি ।
বুধবার বিজেপির সাধারণ সম্পাদক এবং জেলাপরিষদের বিজেপি প্রার্থী মিঠু দাস অভিযোগ করেন ডিসিআরসি আশেপাশে কিছু ছাত্রছাত্রীরা খেলাধুলা করছিল তার অনেক ব‍্যালট পেয়েছে এবং আমাদের হাতে আজকে কিছু ব‍্যালট এসেছে এবং লক্ষ‍্য করা গেল বিজেপির চিহ্নে যারা ভোট দিয়েছে সেই সমস্ত ব‍্যালট সেখানে পড়ে রয়েছে । এখান থেকে পরিষ্কার বিজেপিকে মানুষ ভোট দিয়েছে এবং বিজেপির ব‍্যালট গুলো বাক্স থেকে বের করে দিয়ে বিজেপি প্রার্থীদের পরাজিত করানো হয়েছে। এবং গ্ৰাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি,জেলাপরিষদ তিনটা ব‍্যালট পাওয়া গিয়েছে।
বিজেপি সাধারণ সম্পাদক মিঠু দাস জানান এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করছি ।

এই বিষয়ে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ভাষ্কর মজুমদার জানান বিজেপি হেরে গিয়েছে পরাজয়কে মানতে পারছেনা ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here