বড়সড় ডাকাতির ছক বানচাল করলো পুলিশ।গোপন সূত্রের খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ তিনজনের ডাকাত দলকে গ্রেফতার মালদহের চাঁচল থানার পুলিশ।

0
551

চাঁচল:-বুধবার গভীর রাতে চাঁচল শহরের ফুটবল স্টেডিয়ামে গোপন সূত্রের ভিত্তিতে হানা দেয় চাঁচল থানার পুলিশ।
তিনজন কে পকড়াও করলেও বাকিরা পালিয়ে যায়।পুলিশ জানায়,প্রায় সাতজনের দল ছিল।তবে তিনজন জালে এসেছে।এই তিনজনের কাছ থেকে একটি পাইপ গান,এক রাউন্ড গুলি,দুটো রড,একটি ধারালো হাসুয়া ও প্লেটহীন একটি মোটর বাইক উদ্ধার হয়েছে পুলিশ জানিয়েছে।চাঁচল থানার সাধারণ পোশাকের পুলিশ দিলওয়ার হোসেন জানান,ধৃত তিনজনের নাম,সুরজিৎ লালা(২৬),রুবেল সেখ(২২),আব্দুল মান্নান(৪০)।সুরজিৎ লালা ও রুবেল সেখের বাড়ি মালদা জেলার কালিয়াচক এলাকায়।

এরা দুজন কুখ‍্যাত ডাকাত ফলে পুলিশ দাবি করেছে।অপরদিকে আব্দুল মান্নানের বাড়ি চাঁচলের মতিহারপুর এলাকায়।বৃহস্পতিবার ধৃত তিনজনকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে বলে জানিয়েছে চাঁচল থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here