ব্যাঙ্ক ধর্মঘটের দ্বিতীয় দিনেও প্রভাব উত্তর দিনাজপুর জেলার সর্বত্র। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, ইসলামপুর, কালিয়াগঞ্জ শহরসহ সবকটি ব্লকের ব্যাঙ্ক বন্ধ রয়েছে।

0
318

উত্তর দিনাজপুর:-ব্যাঙ্ক ধর্মঘটের দ্বিতীয় দিনেও প্রভাব উত্তর দিনাজপুর জেলার সর্বত্র। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, ইসলামপুর, কালিয়াগঞ্জ শহরসহ সবকটি ব্লকের ব্যাঙ্ক বন্ধ রয়েছে। 

চলতি বছর বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন দুটি ব্যাঙ্ক বেসরকারিকরণ করা হবে। ঘোষণা অনুযায়ী প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। ইতিমধ্যেই কেন্দ্রীয়  সরকার এই বিষয়ে একটি বিল আনার পরিকল্পনা গ্রহণ করেছে। অন্যদিকে যখন কেন্দ্রীয়  সরকার এই বিল আনার ঘোষণা পরিকল্পনা গ্রহণ করছে সেই সময় এর প্রতিবাদে পথে নামল ব্যাঙ্ক ইউনিয়নগুলি। ৯ টি ব্যাঙ্ক কর্মচারী সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস বৃহস্পতিবার ও শুক্রবার এই দুদিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে।  দ্বিতীয় দিনেও সেই ধর্মঘটের প্রভাব পরল উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জেও । গতকাল রাতে ব্যাঙ্ক কর্মচারী সংগঠনের পক্ষ থেকে মিছিল করার পাশাপাশি এদিন সকাল থেকেই অধিকাংশ ব্যাংকের  সামনে বিক্ষোভে শামিল হয়েছেন ব্যাঙ্ক কর্মচারীরা।বিভিন্ন ব্যাঙ্কের শাখাগুলিও বন্ধ রয়েছে। ব্যাংক কর্মীদের এই ধর্মঘট ডাকা হয়েছে বেসরকারিকরণ ছাড়াও আরও একাধিক দাবি-দাওয়া নিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here