ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকার ব্যাগ লুট বংশীহারীর থানার অন্তর্গত মেহেন্দিপাড়ার করতিপাড়া মোড় সংলগ্ন এলাকায় ,
লিখিত অভিযোগ দায়ের থানায়,তদন্তে পুলিশ
শীতল চক্রবর্তী বালুরঘাট ২২ জুলাই।দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারীর থানার অন্তর্গত দৌলতপুর মেহেন্দিপাড়ার করতিপাড়া মোড় সংলগ্ন এলাকায় সোমবার রাতে দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছিলেন ব্যবসায়ী মনোজিৎ মণ্ডল। মঙ্গলবার সকালে আক্রান্ত ব্যবসায়ী পরিবারের তরফে বংশীহারী থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতীদের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের লোকজনদের তরফে।ব্যাপক শোরগোল পড়েছে এলাকাজুড়ে । পুলিশ সূত্রে খবর, সোমবার রাত প্রায় ৯টা ৩০মিনিটে বংশীহারী থানার মেহেন্দিপাড়া থেকে চারচাকার গাড়িতে করে বাড়ি ফিরছিলেন বুনিয়াদপুর শহরের ৮নম্বর ওয়ার্ড হাটপুকুর এলাকার বাসিন্দা পেশায় সবজি ব্যবসায় মনোজিৎ মন্ডল বাড়ি ফিরছিলেন।করতিপাড়া মোড়ের কাছে পৌঁছাতেই দুটি মোটরসাইকেলে চেপে আসা চার দুষ্কৃতী তাঁর গাড়ি থামিয়ে গুলি চালায়।সেগুলিতে তিনি আহত হলেন।প্রথমে দুষ্কৃতীরা গাড়ির উইন্ডস্ক্রিন লক্ষ্য করে গুলি চালানো হয়, তারপর তাকে লক্ষ্য করেও গুলি করে দুষ্কৃতীরা।গুলিবিদ্ধ মনোজিতবাবুর গলায় ও পিঠে গুলি লাগে।এরপর টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা।
গুলির শব্দে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মনোজিতের অভিযোগ,” প্রথমে দুষ্কৃতীরা গাড়ির উইন্ডস্ক্রিনে গুলি করে, এরপর তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায়।একটি গুলি গলায় লেগে বেরিয়ে যায়,আরেকটি লাগে পিঠে। তাঁর সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনতাই করতেই গুলি চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।”
আক্রান্ত সবজি ব্যবসায়ীর ভাই মানিক মন্ডল বলেন,” রক্তাক্ত অবস্থায় দাদাকে প্রথমে মালদা জেলার গাজোল ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়,পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদা মেডিকেল কলেজে রেফার করেন চিকিৎসকরা। দুষ্কৃতীরা পিস্তল নিয়ে এসেছিল। অভিযুক্তরা ধরা পড়লেই সব পরিষ্কার হয়ে যাবে।”
সোমবার রাতের ঘটনার পরে মঙ্গলবার সকালে পুরো ঘটনা জানিয়ে আক্রান্ত ব্যবসায়ীর পরিবারের লোকজনদের তরফে বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দ্বীপায়ন ভট্টাচার্য জানিয়েছেন”, আক্রান্তের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।লিখিত অভিযোগ পাওয়া গেছে পরিবারের তরফে,পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।”