বোল্লা মেলায় গিয়ে সর্বসান্ত বালুরঘাটের মুদি ব্যবসায়ী। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে লুটপাট দুস্কৃতিদের
বালুরঘাট, ৮ নভেম্বর —-বোল্লা মেলায় ব্যবসা করতে গিয়ে সর্বসান্ত মুদি ব্যবসায়ী! ফাকা বাড়ির সুযোগ নিয়ে ঘরের তালা ভেঙে লুটপাট চালালো দুস্কৃতিরা। শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার অন্তর্গত ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বড় রঘুনাথপুর এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন গভীর রাতে রঘুনাথপুর বি এম হাই স্কুলের নিকটবর্তী পাড়ায় অরূপ কুন্ডু নামে এক ব্যক্তির বাড়িতে দু:সাহসিক ওই চুরির ঘটনা ঘটে। জানা যায়, বোল্লা কালীপুজো উপলক্ষে পেশায় মুদি ব্যবসায়ী অরূপ তার পরিবারের লোকজনকে সাথে নিয়ে বোল্লাতে একটি ভোগের দোকান দিয়েছিল। যেটা নিয়েই ব্যস্ত ছিল তার সমস্ত পরিবারের লোকেরা। এদিকে সেই সুযোগ নিয়ে চোরের দল ফাঁকা বাড়িতে ঢুকে ওইদিন রাতে লুটপাট চালায়। বাড়ি মালিক অরূপ ও তার স্ত্রীর দাবি ঘরে থাকা প্রায় ৩০ লক্ষ টাকার সোনার গয়না ও নগদ সামান্য অর্থ চুরি গিয়েছে। যে ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত চুরি যাওয়া সামগ্রীর কোনো হদিস মেলেনি। ঘটনাকে ঘিরে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।
বাড়ি মালিক অদিতি কুন্ডু বলেন, বাড়িতে থাকা প্রায় ১৫ ভরি সোনার গহনা চুরি গেছে। ঘটনা জানিয়ে থানায় লিখিত অভিযোগ জানাবেন তারা।
ডিএসপি বিক্রম প্রসাদ জানিয়েছেন, তদন্ত শুরু করা হয়েছে।

















