বোল্লা পুজা উপলক্ষে পাচদিনের অস্থায়ী থানা বসলো এলাকায়

0
525

বোল্লা পুজা উপলক্ষে পাচদিনের অস্থায়ী থানা বসলো এলাকায়, পকেট মার রুখতে কড়া নির্দেশিকা পুলিশের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৫ নভেম্বর— বোল্লা মেলা উপলক্ষ্যে বিশেষ থানা বসানোর হল বোল্লা এলাকায়। একজন পুলিশ সুপার পদমর্যাদার অফিসার সহ একাধিক পুলিশ আধিকারিকরা উপস্থিত থাকছেন সেখানে। মেলা উপলক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলার বেশিরভাগ থানার আইসিদের মেলার  এই চারদিনের জন্য মোতায়েন করা হয়েছে। থাকছে শতাধিক পুলিশ ও হাজার খানেক সিভিক ভলান্টিয়ার। বোল্লায় নিয়ম মেনে শুক্রবার রাতে পূজা হলেও সেখানে প্রশাসনের তরফে  হাতেগোনা কয়েকটি পূজার ভোগের দোকান বসানোর অনুমতি দেওয়া হয়েছে। দর্শনার্থীরা মেলার এসে কেবলমাত্র ভোগ কিনে তা মাকে উৎসর্গ করতে পারবেন। মন্ডপ চত্তরে থাকা স্থায়ী দোকানগুলিকেও এবারে পূজার কয়দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এদিন বোল্লা মেলা প্রাঙ্গনে পুলিশের এক বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম ও পুলিশ সুপার রাহুল দে। পুলিশ সুপার জানান, মেলার এই চারদিন পুলিশের যাবতীয় অভিযোগ এই অস্থায়ী থানাতেই জানানো যাবে। এছাড়াও যেকোনো রকম ঝামেলা এড়াতে বিশেষ নিরাপত্তা বলয়ে গোটা মেলা চত্তর মুড়ে ফেলা হয়েছে। থাকছে বোম স্কোয়ার্ডের লোকজন। একাধিক সিভিটিভি। এছাড়াও যে কোনোরকম গোলমাল এড়াতে থাকছে দমকল ও স্বাস্থ্য দপ্তরের লোকজন। মেলায় পকেটমারের দৌরাত্ম এড়াতে পুলিশের পাশাপাশি প্রচুর সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সুপার রাহুল দে ও অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম বলেন, মেলা বন্ধ রেখে এই পুজোয় ভক্তদের সবরকম সহযোগীতা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here