গঙ্গারামপুর,১ সেপ্টেম্বর : বোলেরোর ধাক্কায় মৃত্যু হল এক গৃহবধূর। মৃতের নাম মঞ্জু চৌধুরী(৩৬)। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার গচিয়ার।
জানা গিয়েছে গচিয়ারের গৃহবধূ মঞ্জু চৌধুরী। এদিন বিকেলে তিনি ৫১২ নম্বর জাতীয় সড়ক পারাপার হচ্ছিলেন। সেসময় ফুলবাড়ি মুখি একটি বোলেরো তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনায় গুরুতর জখম হন তিনি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু হয়। ঘটনায় গচিয়ারে যানজটের সৃষ্টি হয়। গঙ্গারামপুর ট্রাফিক পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।