কোচবিহার:- বোর্ড সমস্ত রকম ব্যবস্থা করেছে তবে কিছু লোক উদ্দেশ্য পরিণত ভাবে কিছু ছাত্র-ছাত্রীকে সামনে দিয়ে এই কাজগুলো করানোর চেষ্টা করছে । প্রশ্নপত্র ফাঁ স অথবা বিভিন্ন বিষয় নিয়ে কোচবিহারের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে এমনটাই বললেন রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । শুক্রবার ২ রা ফেব্রুয়ারী থেকে শুরু হয়েছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। সোমবার মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন। এদিন কোচবিহারের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন রাজ্য মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন পরীক্ষা কেন্দ্র এবং পরীক্ষার ব্যবস্থা কেমন রয়েছে তা দেখতেই তার এই পরিদর্শন । সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে সব ঠিকঠাকই রয়েছে । পরীক্ষার প্রশ্ন পত্র ভাইরাল হওয়া নিয়ে তিনি বলেন পর্ষদের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সকলের উচিত পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে সবসময় তৎপর পর্ষদ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর বোর্ড সমস্ত রকম ব্যবস্থা করেছে তবে কিছু লোক উদ্দেশ্য পরিণত ভাবে কিছু...
























