বোরর্ডাঙ্গীতে শাসক দলের প্রাক্তন কাউন্সিলার মহিলা তৃণমূল নেত্রী ও তার অনুগামীদের বিরুদ্ধে স্বর্ণপদক জয়ী মহিলা সাইকেলিস্ট সহ তিনজনকে সালিশি সভায় নিদান দিয়ে মারধরের অভিযোগ, শোরগোল গঙ্গারামপুর জুড়ে

0
597

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর 10গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর ।সালিশি সভাতে ব্যাংক কর্মীর সঙ্গে খারাপ সম্পর্কের নিদান দিয়ে স্বর্ণপদক জয়ী মহিলা সাইকেলিস্ট ও তার মা সহ তিন জনকে মারধরের অভিযোগ উঠেছে শিক্ষিকা তথা শাসকদলের প্রাক্তন কাউন্সিলর মহিলা তৃণমূল নেত্রী সহ তার অনুগামীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সহ তার অনুগামীদের মারধরের সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গুরুতর আহত অবস্থায় সাইকেলিস্ট ও তার মা সহ  ৩জনকে মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পরে দুজনকে ছেড়ে দেওয়া হলেও স্বর্ণপদক জয়ী মহিলা সাইকেলিস্ট হাসপাতালে ভর্তি রয়েছেন। আক্রান্ত ও তার আত্মীয় স্বজনদের অভিযোগ, বিজেপি দলের সঙ্গে যুক্ত রয়েছে বলেই এমন ঘটনা ঘটনা হলো। থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। যদিও শাসক দলের এক তৃণমূল কর্মীর পাশাপাশি অভিযুক্ত শাসকদলের প্রাক্তন কাউন্সিলার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার পরেই দুটি ঘটনায় মামলা দায়ের করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এমন ঘটনাই শোরগোল পড়েছে এলাকাজুড়ে।     

 আক্রান্ত কেয়ার মা চন্দনা রাজবংশী বিজেপির গঙ্গারামপুর টাউন মন্ডলের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন। তার স্বামী ওই ওয়ার্ডের বুথ সভাপতি রয়েছেন। সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে ভোটের সময় তারা ওই ওয়াড়  থেকেই এক হাজারেরও বেশি ভোটে বিজেপি দলকে এগিয়ে দিয়েছিল। গঙ্গারামপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বোরডাঙ্গী এলাকার বাসিন্দা শাসকদলের প্রাক্তন কাউন্সিলার শিক্ষিকা মহিলা তৃণমূল নেত্রী দেবজানি দত্ত দেসরকার সহ তার অনুগামীরা মিলে ওই ওয়ার্ডের বাসিন্দা স্বর্ণপদক জয়ী সাইকেলিস্ট কেয়া রাজবংশীকে ডেকে নিয়ে যান এলাকার এক তৃণমূল কর্মী অমল দাস এর বাড়িতে। সেখানে ওই প্রাক্তন কাউন্সিলর বিজেপি নেত্রীকে নিদান দেন কেন তাদের বাড়িতে কি কারনে ব্যাংকের লোকজন সেখানে আসা যাওয়া করবে। কোন সম্পর্ক কি আছে তাহলে? ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের সেই অন্যায় দাবি মেনে নিতে না পেরে, অভিযোগ সেই ঘটনার প্রতিবাদ করেন স্বর্ণপদক জয়ী মহিলা সাইকেলিস্ট কেয়া।

অভিযোগ সেই সময় গঙ্গারামপুর কালিতলা নিরাঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ শিক্ষিকা তথা ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার মহিলা তৃণমূল নেত্রী দেবজানি দত্ত দেসরকার নিজে ওই মহিলা সাইকেলিস্ট কেয়া ও তার মা চন্দনা রাজবংশী, আত্মীয় সবিতা হালদার রাজবংশী কেউ মারধর করেন। যে ছবি ভিডিওতে দেখা যাচ্ছে কাউন্সিলার নিজেই এমন ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন। তাদেরকে বাচাতে গেলে প্রাক্তন কাউন্সিলার সহ তার অনুগামীদের হাত থেকে কোন মহিলা কর্মী বাদ যায়নি বলে অভিযোগ তাদের। যে ভিডিও ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রাক্তন কাউন্সিলার সহ তার অনুগামীদের মারধর দেবার ভিডিও। প্রাক্তন কাউন্সিলর অনুগামী এক মহিলা তৃণমূল কর্মী অবশ্য মুচকি হেসে চলে আসেন যা ভিডিওতে দেখা যাচ্ছে। 

 বিজেপি কর্মী তথা ক্লান্ত কর্মী সবিতা হালদার রাজবংশী, আমরা বিজেপির দল করি বলেই অন্যায় ভাবে আমাদের সঙ্গে এমন টা ওই প্রাক্তন কাউন্সিলর সহ তার লোকজন করেছে। অভিযোগ জানিয়েছে থানায় বিচার চাই।সাইকেলিস্ট কেয়া রাজবংশীর আত্মীয় সঞ্জয় রাজবংশী, রঞ্জন রাজবংশের অভিযোগ করে বলেন সালিশি সভায় এমন ঘটনা হবে ভাবতেই। ওরা বিজেপি করে বলেই এমন ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে।   

এলাকার তৃণমূল কর্মী মানিক সূত্রধর অবশ্য পাল্টা অভিযোগ করে বলেন, ব্যাংকের কর্মীর সঙ্গে চন্দনা রাজবংশী সম্পর্ক রয়েছে। সেই কারণে সালিশি সভা হয়েছিল ,ওরা খারাপ। 

যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার তথা শিক্ষিকা দেবযানীর দত্ত দে সরকার। তিনি বলেন সালিশি সভা তে গিয়েছিলাম ঠিকই কাউকে মারধোর করা হয়নি। ওনার নামে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে।

গঙ্গারামপুর থানার তরফে জানানো হয়েছে, দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পৃথক দুটি ঘটনায় দুটি মামলা দায়ের করে পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

শিক্ষিকা তথা শাসকদলের প্রাক্তন কাউন্সিলার মহিলা তৃণমূল নেত্রী সহ তার অনুগামীদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় শোরগোল পড়েছে গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here