বৈধ কাগজ ছাড়ায় বালুরঘাট থেকে চলছে নাইট সার্ভিস দুরপাল্লার বাস, প্রশ্ন চিহ্নে যাত্রী সুরক্ষা? ধড়পাকড় শুরু আঞ্চলিক পরিবহন দপ্তরের
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১০ জুন ———– বৈধ কাগজ ছাড়া একাধিক নাইট সার্ভিস বাস চলবার অভিযোগে ধড়পাকড় জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের। আটক করা হয়েছে একটি নাইট সার্ভিস বাসকেও। বৃহস্পতিবার রাতে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট বাসস্ট্যান্ড চত্বরে। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই বালুরঘাট থেকে বিনা পারমিট ও ভুল কাগজ দিয়ে কোলকাতা ও শিলিগুড়ির মতো দুরপাল্লার রুটে চলছিলো বেশকয়েকটি বাস। ওইদিন সন্ধ্যায় এমন একটি অভিযোগ পেতেই বাসস্ট্যান্ডে হানা দেয় জেলা আঞ্চলিক পরিবহন দপ্তর। তাদের তরফে জানানো হয়, বেশ কিছু নাইট সার্ভিস বাসের মালিকদের কাছে গাড়ির সঠিক কোনো কাগজ পত্রই নেই।
বিষয়টি নিয়ে আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা জানিয়েছেন, তাদের কাছে অনেকদিন থেকেই একটি খবর আসছিলো যে কয়েকটি নাইট সার্ভিস বাস বিনা রুট পারমিট ও কাগজ পত্র ছাড়াই চলছিলো। এবং যেই বাসটি চলার কথা সেই বাসটি না চালিয়ে অন্য একটি বাস চলছিলো। যার কোনো ইঞ্জিন নম্বর ও চেসিস নাম্বারের কোন মিল নেই। সেই বাসটিকেই আটক করেছেন তারা। লাগাতারএই রমকম ধরপাকর চলতেই থাকবে। যার জেরে সাধারণ যাত্রীদের কিছুটা হয়রানি হতে হবে।
বাসযাত্রী মধুরিমা সমাজদার ও জয়া মজুমদাররা বলেন, বেসরকারি দুরপাল্লার বাসগুলি নিজেদের খুশিমতো ভাড়া নেন যাত্রীদের কাছ থেকে। সেক্ষেত্রে গাড়ির কাগজপত্র গুলিও তাদের সঠিক রাখা উচিত যাত্রী সুরক্ষার্থে। এধরণের হয়রানি বন্ধ হওয়া উচিত।