বেহাল রাস্তা সংস্কার করার দাবিতে আন্দোলন তপনে জন্য টায়ার জ্বালিয়ে

0
104

বেহাল রাস্তা সংস্কার করার দাবিতে আন্দোলন তপনে জন্য টায়ার জ্বালিয়ে,প্রধান ও বিডিও দিলেন সমস্যা সমাধানের আশ্বাস শীতল চক্রবর্তী বালুরঘাট ৭ আগস্ট দক্ষিণ দিনাজপুর ।বেহাল রাস্তা সংস্কার করার দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করল গ্রামবাসীরা। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা তপন থানার নয়াবাজার করদহ রাস্তার জিগাতলী মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তপন ব্লকের ২নং আজমতপুর কসবা জগতলী ও বাশুড়িয়া ডাঙ্গাপাড়া এলাকার গ্রামবাসী।তাদের অভিযোগ ,স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসনে জানিয়ে কোন কাজ না হয় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।প্রধান ও ভিডিও বিষয়টি খোঁজ নিয়ে দেখে সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন। তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের জিগাতলী,বাসুরিয়া এলাকার দু কিলোমিটার বেহাল রাস্তা দিয়ে বহু মানুষজন চলাচল করে থাকে।এলাকার আশপাশে রয়েছে অঙ্গনাওয়ারী সেন্টার স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে সমস্ত কিছুই। গর্ভাবস্থায় মহিলাদেরকে হাসপাতালে নিয়ে যেতে সমস্যায় পড়তে হয় এলাকাবাসীদের। ওই রাস্তা দিয়ে চলাচল করা গ্রামবাসী সান্তনা মালাকার, হিমালয় রায়, কল্যাণ চন্দ্র দাসের অভিযোগ করে বলেন,”বেহাল রাস্তা নিয়ে সমস্যার কারণে এমন আন্দোলন করতে বাধ্য হয়েছে আমরা চাই রাস্তা হোক।” আজমতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামপ্রসাদ রায় জানিয়েছে,”অবশ্যই সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।” তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর জানিয়েছেন,”বিষয়টি প্রতিটি দিকে দ্রুত ব্যবস্থা না হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here