বেহাল কালভাট সংস্কারের দাবিতে ঠেঙ্গাপাড়াতে পথ অবরোধ, প্রশাসনের আশ্বাসে উঠল বিক্ষোভ

0
47


শীতল চক্রবর্তী বালুরঘাট ৩০ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত ঠেঙ্গাপাড়ায় বেহাল কালভাট সংস্কারের দাবিতে শুক্রবার সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বালুরঘাট–মালদা ৫১২ নম্বর জাতীয় সড়কে ঠেঙ্গাপাড়ায় এই অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঠেঙ্গাপাড়ায় অবস্থিত কালভাটটি বহু দিনের পুরনো ও অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। সম্প্রতি ওই কালভাট থেকে পড়ে গিয়ে ৫–৬ জন গ্রামবাসী আহত হন বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানানো সত্ত্বেও কালভাট ও সংশ্লিষ্ট রাস্তার সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলেই দাবি এলাকাবাসী
এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকশো মানুষ নয়াবাজার, গঙ্গারামপুর সহ বিভিন্ন এলাকায় যাতায়াত করেন।পাশাপাশি,এলাকায় একাধিক সরকারি পরিষেবা দপ্তর থাকায় সাধারণ মানুষের চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বেহাল কালভাটের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
এই পরিস্থিতির প্রতিবাদে শুক্রবার সকাল থেকে এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ এবং গঙ্গারামপুর ট্রাফিক বিভাগের ওসি রজত প্রধান। প্রায় দুই ঘণ্টা ধরে অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করা হয়।
এলাকাবাসী কবিরাজ সরেন, সুব্রত সরকার, কল্যাণ সিকদার সহ অন্যান্য বাসিন্দারা বলেন,“বেহাল রাস্তা ও কালভাট সংস্কারের দাবিতেই আমরা আন্দোলনে নেমেছি। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।”
এবিষয়ে ট্রাফিক ওসি রজত প্রধান জানান,“গ্রামবাসীদের দাবি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।প্রশাসনের আশ্বাসে বাসিন্দারা অবরোধ তুলে নিয়েছেন।”
গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল বলেন,
“সমস্যার বিষয়টি জানা হয়েছে। সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here