বেপরোয়া টোটো! রাস্তা পার হতে গিয়ে টোটোর ধাক্কায় মৃত্যু চার বছরের শিশুর, শোকে স্তব্ধ তপন
বালুরঘাট, ৯ মার্চ —— দিদার হাত ছেড়ে ছোটাছুটি করতে গিয়ে চিরদিনের জন্য থেমে গেল ছোট্ট অনুপ কিস্কু। রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের তপনের চকসাথিহারে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল মাত্র চার বছরের শিশুটি।
পরিবার সূত্রে জানা গেছে, এদিন দিদা মাই টুডুর সঙ্গে আত্মীয়ের বাড়ি গিয়েছিল অনুপ। খেলতে খেলতে আচমকা রাস্তার ওপারে ছুটে যেতেই দ্রুতগতির একটি টোটো সজোরে ধাক্কা মারে তাকে। ছিটকে পড়ে শিশুটি, রক্তে ভেসে যায় রাস্তা। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মৃত শিশুর মা বাহামনি সরেন কান্নায় ভেঙে পড়েন। শোকে বাকরুদ্ধ দিদা মাই টুডু বলছেন, “আমার চোখের সামনে সব শেষ হয়ে গেল! যদি একটু আগলে রাখতে পারতাম!” স্থানীয় বাসিন্দা সন্ধ্যা সরেনের কথায়, “বেপরোয়া টোটো এক ঝটকায় কেড়ে নিল ফুটফুটে একটা প্রাণ।”
ঘটনার পর চকসাথিহার এলাকায় নেমেছে শোকের ছায়া। স্থানীয়দের অভিযোগ, এলাকায় টোটোর দৌরাত্ম্য লাগামছাড়া হয়ে উঠেছে। প্রশাসনের উদাসীনতায় ক্রমশ বাড়ছে দুর্ঘটনা। দ্রুত পদক্ষেপ না নিলে আরও প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সকলে।