বেপরোয়া গতি, নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উল্টে মৃত্যু বৃদ্ধার । মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পতিরাম থানার ঠাকুরপুরা এলাকায় । ঘটনায় আহত হয়েছেন টোটোতে থাকা অপর এক বৃদ্ধা যাত্রীও । মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।
নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া টোটো উল্টে মৃত এক বৃদ্ধা । ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক বৃদ্ধা । মঙ্গলবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পতিরামের ঠাকুরপুরা এলাকায় । পুলিশ জানিয়েছে মৃত ওই বৃদ্ধার নাম বিমনী মালী (৬৫) । এদিন হিলির ত্রিমোহিনীর দিক থেকে বেপরোয়া গতিতে আসার সময় ঠাকুরপুরা এলাকায় বড়কইল স্কুলের সামনে পাল্টি খায় যাত্রী বোঝাই টোটোটি । ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মৃত্যু হয় ৬৫ বছরের ওই বৃদ্ধার । গুরুতর আহত হন টোটোতে থাকা অপর এক বৃদ্ধাও । এদিন যে ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে গিয়ে মৃত এবং আহত দুই মহিলাকেই বালুরঘাট হাসপাতালে পাঠায় পতিরাম থানার পুলিশ । ঘাতক টোটোটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় থানাতে ।