পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৮ ফেব্রুয়ারী:- লরিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে উত্তরবংগ রাষ্ট্রীয় পরিবহন সংস্থ্যার একটি বাস। ঘটনায় আহত হয়েছেন বাসের প্রায় ২৫ জন যাত্রী। দ্রুত গতিতে থাকার ফলেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে দাবী বাস যাত্রীদের । বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট-গাজোল ৫১২ নম্বর জাতীয় সড়কের রামপুর এলাকার ১৪ মাইলের ঘটনা। প্রথমে বাসের মধ্যেই আটকে থাকে আহত যাত্রীরা। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে আহতদের গাড়ি থেকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ও গঙ্গারামপুর মহুকুমা হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকার্যে ছুটে আসে দমকল সহ পুলিশ কর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও আহত বাস যাত্রী রফিকুল মন্ডল জানিয়েছেন, দ্রুত গতি থাকায় চালককে সকলেই বাস ধীরে চালাতে অনুরোধ করছিলেন । কিন্তু কোনো কথাই শোনেননি বাস চালক । যার ফলে এমন দুর্ঘটনা ঘটেছে