আলিপুরদুয়ার: বৃহস্পতিবার মধ্যরাতে ফালাকাটার হাটখোলায় একটি কাপড়ের দোকানে চুরির ঘটনা ঘিড়ে চাঞ্চল্য ছড়ালো l কাপড়ের দোকানের মালিক রোহিত দেও বলেন, সিসিটিভিতে দেখতে পাই প্রচন্ড বৃষ্টির মধ্যে রাত সাড়ে বারোটার দিকে একজন ব্যক্তি দোকানের ঝাঁপ ভেঙে দোকানের ভিতরে ঢুকে ক্যাশ বাক্সটি কিছুটা দূরে নিয়ে গিয়ে ভেঙে নিয়ে যায় l সেই ক্যাশ বাক্সের মধ্যে কিছু মূল্যবান রুপার কয়েন সহ আনুমানিক ৭ হাজার টাকার মতো চুরি হয়েছে l পুলিশ প্রশাসনকে জানিয়েছি, তারা এসেছিল কথা দিয়েছে ৪৮ ঘণ্টার মধ্যে চোরকে ধরে দেবে l
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর বৃহস্পতিবার মধ্যরাতে ফালাকাটার হাটখোলায় একটি কাপড়ের দোকানে চুরির ঘটনা ঘিড়ে চাঞ্চল্য ছড়ালো