বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটল সমতলে।এদিন বিকালে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার জংলিবাবা সংলগ্ন জঙ্গলে ওই ভয়াবহ দাবানলের ঘটনা ঘটে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা রেঞ্জের বন কর্মীরা,পুলিশ ও সেনাবাহিনীর জওয়ানরা।প্রায় চার থেকে পাঁচ হেক্টর জঙ্গলে ওই দাবানলের আগুন ছড়িয়ে পরে।বাগডোগরার সংরক্ষিত ওই জঙ্গলে প্রথমে গভীরে দাবানলের সৃষ্টি হয়।এরপর বিকেল নাগাদ ঝড় হলে ওই আগুন মুহুর্তে গোটা জঙ্গলে ছড়িয়ে পরে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন।তারা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।কিন্তু তাতে কোন লাভ হয় না।তবে আগুন যাতে জঙ্গলের অন্যান্য অংশে ছড়িয়ে না পরে সেটার চেষ্টা চালিয়ে যাচ্ছে বন দপ্তর।