বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ের আয়োজন করলেন গ্রামবাসীরা

0
532

কোচবিহার :- বর্ষা এলেই হবে বৃষ্টি। বৃষ্টির জল পেয়ে সবুজে ভরে উঠবে সবুজের ক্ষেত। এমন হওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু বর্ষা এলেও যখন বৃষ্টির দেখা মেলে না তখনই মাথায় হাত পড়ে কৃষকদের। আর বৃষ্টির আশায় বিভিন্ন সংস্কারের শরণাপন্ন হয়ে পড়ে ‘প্রকৃতির কাছে অসহায়’ মানুষ। সে রকম ঘটনা ঘটল কোচবিহার জেলার তুফানগঞ্জে। তুফানগঞ্জ ১ ব্লকের অন্ধরান ফুলবাড়ী ২ গ্রাম পঞ্চায়েতের উল্লার খেওয়া ঘাট গঙ্গাবারি এলাকায় ব্যাঙের বিয়ের আয়োজন করলেন গ্রামবাসীরা। বৃষ্টির আশাতেই ব্যাঙের বিয়ের আয়োজন বলে জানিয়েছেন গ্রামবাসীরা। সারা রাত ধরে চলে বিয়ের অনুষ্ঠান। যে ভাবে মানুষের বিয়ে হয়, ঠিক তেমন ভাবেই ব্যান্ড বাজিয়ে পুরোহিত দিয়ে ব্যাঙের বিয়ের আয়োজন করা হয় তুফানগঞ্জে। গোটা গ্রামবাসী এই বিয়ের আনন্দে মেতে ওঠে। শুধুমাত্র বিয়ে নয়, ভোজ খাওয়ারও ব্যবস্থা করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। গ্রামবাসীদের বিশ্বাস এ ভাবে ব্যাঙের বিয়ে দিলে ইন্দ্রদেব খুশি হয়ে বৃষ্টি বর্ষণ করবেন। এ দিনের বিয়েতে অংশগ্রহণ করে এলাকার প্রায় ২০০ জন গ্রামবাসী। এই বিয়ের আয়োজন করেন ওই এলাকার মহিলারা। বিয়ের উদ্যোক্তা অপর্ণা দাস বলেন,গ্রামবাসীরা সবাই মিলে আয়োজন করেছি এই বিয়ের। বৃষ্টি জন্য চারিদিকে হাহাকার। ঠিক মতো চাষ হচ্ছে না। তাই এটা করতে বাধ্য হয়েছি আমরা। গ্রামের সবাই মিলে ব্যাঙের বিয়ে দিয়েছি। সবাই খুব আনন্দ করেছি।”বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দেশের অনেক জায়গাতেই হয়ে থাকে। এ ছাড়াও বৃষ্টির জন্য অনেক উদ্ভত রীতিও পালন করেন বিভিন্ন এলাকার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here