বৃষ্টিতে জল মগ্ন আলিপুরদুয়ার শহড়ের বিভিন্ন সড়ক গুলো। বৃষ্টি হলেই শহড়ের সড়ক গুলো জলমগ্ন হয়ে পড়ে। নিকাশি ব্যবস্থা ভালো না থাকায় অনেক এলাকায় সড়কে জমা জল লক্ষ্য করা যায়।সমস্যায় এলাকার বাসিন্দারা।
এই বিষয়ে স্থানীয়রা জানান একটু বৃষ্টি হলেই সড়কে জল জমে থাকে।