আলিপুরদুয়ার। বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত মাদারিহাট ব্লকের আলু চাষীরা। গতকাল গভীর রাতে পশ্চিম মাদারিহাট এলাকায় বুনো হাতির দল হানা দেয়। হাতির দলে ছয়টি হাতি ছিল। বুনো হাতির দল এলাকার বাসিন্দা নূর বক্স ইসলামের আড়াই বিঘা জমির আলু ক্ষেত নষ্ট করে দেয়।
এই বিষয়ে নূর বক্স ইসলাম জানান রাত দুটো নাগাদ হাতির দল গ্ৰামে প্রবেশ করেছে বনদফতরে ফোন করা হয়েছে কিন্ত তারা আসেনি। হাতির হানায় আড়াই বিঘা জমির আলু নষ্ট হয়ে গিয়েছে।