বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল তিনটি ঘর ঘটনাস্থল পরিদর্শন করল বনদফতরে রাঙ্গামাটি বীট অফিসার

0
428

আলিপুরদুয়ার। কালচিনি ব্লকের খোকলাবস্তি এলাকায় বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল তিনটি ঘর । শনিবার সকাল দশটা নাগাদ ঘটনাস্থল পরিদর্শন করল বনদফতরে রাঙ্গামাটি বীট অফিসার ।
গতকাল রাত দুটো নাগাদ বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বুনো হাতির দল খোকলাবস্তি এলাকায় প্রবেশ করে বুনো হাতির দল এলাকায় ব‍্যাপক তাণ্ডব চালায় । বুনো হাতি এলাকার বাসিন্দা নির্মলা রাই এর ঘর ক্ষতিগ্রস্ত করে পরবর্তীতে বুনো হাতি মনবাহাদুর কামি ঘরের দেওয়াল ভেঙ্গে দেয় । এছাড়া অনেকের সুপারি বাগান ক্ষতি করে । শনিবার সকালে ঘটনাস্থলে পরিদর্শনে আসে বনদফতরে রাঙ্গামাটি বীট অফিসার বৈদ‍্যনাথ শর্মা ও বনকর্মীরা ।
এই বিষয়ে রাঙ্গামাটি বীট অফিসার জানান গাড়ি না থাকার সব জায়গায় রাতে যাওয়া সম্ভবপর হচ্ছেনা। তিনি জানান আবেদন করলে বনদফতরে নিয়মাবলী অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here