বুনিয়াদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু,এলাকাজুড়ে চাঞ্চল্য
শীতল চক্রবর্তী, বুনিয়াদপুর, ৭ জুলাই দক্ষিণ দিনাজপুর:
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের ৯নম্বর ওয়ার্ডের আলিগাড়া এলাকায়। মৃত যুবকের নাম সাগর প্রামাণিক (২১),বাড়ি শহরের ময়াহার এলাকায়।
ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে,বুনিয়াদপুর রেলস্টেশন পেরিয়ে টাঙ্গন নদীর রেল ব্রিজ ও আলিগাড়া গ্রামের মাঝামাঝি এলাকায়। রেল পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১২টা ৩০ মিনিট নাগাদ বুনিয়াদপুর স্টেশন অতিক্রম করে বালুরঘাটের দিকে রওনা দেয় একটি মালবাহী ট্রেন। সেখানেই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিক অনুমান।
পরিবার সূত্রে জানা গেছে, মৃত যুবক সাগর প্রামাণিক মাদকাসক্ত ছিল এবং তাকে পুনর্বাসনের জন্য গঙ্গারামপুরের একটি নেশা মুক্তি কেন্দ্রে প্রায় পাঁচ মাস ধরে রাখা হয়েছিল। মাত্র সাত দিন আগে,গত শনিবারই তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়। ফিরে এসে সে বাবার সেলুনের দোকানে সহযোগিতা করছিল বলে জানান পরিবার।
রবিবার বিকেল চারটা নাগাদ সে পুনরায় হোমে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়।রাতে ১১টা নাগাদ সে আবার বাড়ি ফিরে আসে এবং মোবাইল খোঁজার কথা বলে ফের বাইরে বেরিয়ে যায়।এরপর সোমবার ভোরে পরিবারের কাছে খবর আসে যে,রেল লাইনের ধারে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সাগরের মা ও মাসী বলেন,
“ছেলেকে হোম থেকে আনার পর অনেকটাই ভালো হয়ে গিয়েছিল। রবিবার ও নিজেই বলল হোমে ফিরে যাবে। রাতে ফেরে ফোন খুঁজতে বলে বেরোয়,তারপরই ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর পাই। ফোন পকেটে ছিল, কিন্তু ছেলেকে আর ফিরে পেলাম না। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, আমরা কিছুই বুঝতে পারছি না।”
সাগরের মৃত্যুতে ময়াহার ও আলিগাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখুক পুলিশ। বংশীহারী থানা আইসি জানিয়েছে,”পুলিশের বিষয়টি তদন্ত করে দেখছি।,”