বুনিয়াদপুর স্টেশনের বৃহস্পতিবার নিম্নমানের কাজ খতিয়ে দেখতে আসেন কাটিহার ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার রমেশ কুমার

0
58

বুনিয়াদপুর স্টেশনের বৃহস্পতিবার নিম্নমানের কাজ খতিয়ে দেখতে আসেন কাটিহার ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার রমেশ কুমার।

বেশ কয়েকদিন ধরে বুনিয়াদপুর স্টেশন চত্তর এলাকায় স্টেশনের প্লাটফর্ম এর কাজ শুরু হয়েছে।স্টেশন কনসাল্টিং কমিটির সদস্যরা অভিযোগও করে যে কাজ খুবই নিম্নমানের হচ্ছে। আর সেই অভিযোগ খতিয়ে দেখতে বৃহস্পতিবার পরিদর্শনে আসেন কাটিহার ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার রমেশ কুমার সহ অন্যান্য আধিকারিকরা। এদিন বুনিয়াদপুর স্টেশন চত্বর ঘুরে দেখেন এবং স্টেশনের প্রতিটি ঘর খতিয়ে দেখেন। খতিয়ে দেখার পাশাপাশি স্টেশনের সম্পূর্ণ ভগ্নদশা পরিদর্শন করে। বৃহস্পতিবার দুপুরে স্টেশন কনসাল্টিং কমিটির সদস্যরা এবং কাটিহার ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার স্টেশনের সমস্ত পরিকাঠামো দেখার পাশাপাশি স্টেশনের যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখে। স্টেশনের কনসাল্টিং কমিটির সদস্যরা অভিযোগ করেন বুনিয়াদপুর স্টেশনে তেভাগা এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেনগুলো স্টেশন চত্বরে আসার পরে দেখা যায় স্টেশনের বাইরে প্রচুর বগি থেকে যায়। সেই বগিগুলোতে রেল যাত্রীরা উঠার সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনাও ঘটে। এছাড়াও বুনিয়াদপুর স্টেশনের প্রতীক্ষালয় দীর্ঘদিন ধরে বন্ধ থাকে। সেই বন্ধ প্রতীক্ষালয় যেন স্টেশন মাস্টার খোলা রাখে সেই সমস্ত বিষয় অভিযোগ করেন। এই সমস্ত অভিযোগ পাওয়ার পরেই কাটিহার ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার রমেশ কুমার তড়িঘড়ি স্টেশন মাস্টার কে ডেকে পাঠান এবং নির্দেশ দেন রেল যাত্রীদের সুবিধার্থে সারাক্ষণ যেন স্টেশনে থাকা প্রতীক্ষালয় খোলা থাকে।

এই বিষয়ে কাটিহার ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার রমেশ কুমার জানিয়েছেন বুনিয়াদপুর স্টেশনে ফ্লাইওভার ব্রিজ হবার পাশাপাশি পুরাতন ঘর গুলির নতুন করে মেরামত করবার কাজ দ্রুত শুরু হবে। এছাড়াও সমস্ত কাজ সিডিউল মেনে সঠিক ভাবে আদায় করে নেবার আশ্বাস দিয়েছেন।

এই বিষয়ে বিজেপি জেলা কমিটির সদস্য সঞ্জীব দাস জানিয়েছেন বুনিয়াদপুর স্টেশনে ফ্লাই ওভারের পাশাপাশি বিভিন্ন রকম কাজ কর্ম চলছে যা খতিয়ে দেখতে কাটিয়ার থেকে চিফ ইঞ্জিনিয়ার এসেছে।তেভাগা এক্সপ্রেস ও ফারাক্কা এক্সপ্রেস ট্রেন স্টেশন ঢুকলে কিছু বগি প্লাটফর্মে বাইরেই থাকে যে কারণে প্লাটফর্ম বৃদ্ধি করবার কথা তুলে ধরা হয়। এছাড়াও পুরাতন বিল্ডিং গুলি নতুনভাবে মেরামত করবার আশ্বাস দেন চিপ ইঞ্জিনিয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here