বুনিয়াদপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ড রশিদপুরে দ্বাদশ শ্রেণী এক ছাত্রের মৃত্যুর ঘটনায় শোরগোল, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর ২৪ এপ্রিল দক্ষিণ দিনাজপুর।গলাই ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল দ্বাদশ শ্রেণীতে পড়াশুনা করা এক কিশোর।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ড রশিদপুর এলাকায়।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্তে নেমেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ছাত্রের নাম আদনান সামি, বয়স ১৭ বছর।ওই ছাত্র কলকাতা থেকে পড়াশুনা করে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল ওই যুবক।পিতার নাম মেহেবুবর রহমান,তার বাড়ি কুশমন্ডি থানার অন্তর্গত কুশাপুকুর এলাকায়। ২০১৬প্যানেলে বংশীহারী উচ্চ বিদ্যালয়ের সায়েন্সের শিক্ষক হিসাবে কর্মরত হয় মৃত ছাত্রের বাবা।তারপর থেকে বুনিয়াদপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ড রশিদপুরের বাড়িতে থাকতেন পরিবার নিয়ে। মৃত ছাত্র সুসাইট নোট লিখে রশিদপুরের বাড়িতে মঙ্গলবার রাতে নিজের ঘরে বিষ খেয়ে নেয় তার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। বুধবার সকালে ছেলেকে ডাকতে গেলে ঘরের দরজা খুলেই দেখতে প্রায় ছেলে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়েছে। চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে স্থানীয় বাসিন্দা ও পরিবারের আত্মীয়রা। ঘটনার খবর দেওয়া হয় বংশীহারী থানার পুলিশকে। এবিষয়ে মৃত যুবকের আত্মীয় রাবিউল ইসলাম জানিয়েছেন, খবর পেয়েছি আমার মামাতো ভাই আদনান সামি, নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে।সঙ্গে পাওয়া গিয়েছে সুসাইড নোটও।কিন্তু কি কারণে এরকম দুর্ঘটনা ঘটালো তা এখনো অজানা। পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। গ্রামীন হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।তবে কি কারণে এমন আত্মহত্যা করার ঘটনা ঘটলো ওই ছাত্র পরিবারের লোকজনের কাছে অজানা। এমন ঘটনায় মৃতের পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমেছে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ড রশিদপুরে দ্বাদশ শ্রেণী এক ছাত্রের মৃত্যুর ঘটনায়...

















