আগামীতে রয়েছে ভোটের নির্বাচন। আর সেই নির্বাচনের আগে দলকে শক্তিশালী ও মোজবুত করে তুলতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক কর্মসূচি পালন করছেন তৃণমূল কংগ্রেস। বৃস্পতিবার সন্ধ্যা নাগাদ বুনিয়াদপুর শহরের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বুনিয়াদপুর শহরের নতুন কমিটি ঘোষণা করলেন তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। এই নতুন কমিটি সঠিক ভাবে কাজ করবে, ভোটে বুনিয়াদপুর শহরে ভালো ফলাফল হবে বলে আশাবাদী তৃণমূলের জেলা সভাপতি। এদিন সাংবাদিক সম্মেলন করে বুনিয়াদপুর শহরের নতুন কমিটি ঘোষণা করলেন। এই কমিটিতে বুনিয়াদপুর শহরের চেয়ারম্যান হিসাবে দেওয়া হয়েছে প্রাক্তন চেয়ারপারসন কমল সরকারকে। বুনিয়াদপুর শহরের প্রেসিডেন্ট হিসাবে রয়েছে বিশ্বনাথ সরকার, ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে লংকেশ্বর মাহাতো, সুকান্ত মণ্ডল, প্রশান্ত তিওয়ারি সহ আরো ৫ জন। জেনারেল সেক্রেটারীর দায়িত্বে রয়েছে বাসুদেব সরকার, মৃণাল কান্তি সিংহ রায়, গৌতম মণ্ডল সহ আরো ২ জন। সেক্রেটারী হিসাবে দায়িত্বে রয়েছে বরকা মার্ডি, পার্থ ঘোষ, রুহুল আমিন, অমিত খান, দিলীপ মণ্ডল, বিভূতি পাল সহ আরো ১০ জন। বুনিয়াদপুর টাউন কমিটির মেম্বার হিসাবে দায়িত্বে রয়েছে দুর্গা হেমব্রম, ঊর্মিলা হালদার সরকার, রতন সরকার, সুজিত সরকার, লিটন প্রামাণিক, জয়ন্ত সরকার সহ সর্বমোট ৩৭ জন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, বুনিয়াদপুর শহরের চেয়ারম্যান সমীর সরকার, বুনিয়াদপুর শহরের প্রেসিডেন্ট বিশ্বনাথ সরকার, বুনিয়াদপুর শহরের শ্রমিক ইউনিয়নের সভাপতি তন্ময় সরকার সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা।
এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন, আগামীতে রয়েছে ভোটের নির্বাচন, আর সেই নির্বাচনের আগে দলকে শক্তিশালী ও মজবুত করে তুলতে করা হচ্ছে একাধিক কর্মসূচি। সেই মতে বুনিয়াদপুর শহরে ভালো ফলাফল পাওয়ার জন্য বুনিয়াদপুর টাউন তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি ঘোষণা করা হলো। এই নতুন কমিটি সঠিক ভাবে কাজ করতে পারলে বুনিয়াদপুর শহরে ভালো ফলাফল পাওয়া যাবে বলে আমরা আশা করছি।























