বুনিয়াদপুর শহরকে স্বচ্ছ শহর গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিলেও বুনিয়াদপুর পৌরসভা

0
397

শীতল চক্রবর্তী,বুনিয়াদপুর ,22 ডিসেম্বর,দক্ষিণ দিনাজপুর:-শহরকে জঞ্জালমুক্ত করে স্বচ্ছ পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে পুরসভার তরফে। উদ্যোগকে বাস্তবায়িত করতে বুধবার দুপুরে পৌরসভার চেয়ারম্যান থেকে প্রশাসনিক আধিকারিকেরা মিলিতভাবে এই যারা সহযোগিতা করতে পারবে তাদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার মিটিং হলে এমন সভার আয়োজন করা হয়েছে।যেখানে সমাজের শিক্ষক থেকে শুরু করে স্বাস্থ্য কর্মী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


বুনিয়াদপুর পৌরসভার তরফে কলকাতার হিজলি ইন্সপিরেশন সহযোগিতায় বুনিয়াদপুর পৌরসভার মিটিং হলে বিজ্ঞানসম্মতভাবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পশ্চিমবঙ্গ সরকার


বিন্যতার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা – ২০১৬, পশ্চিমবঙ্গ আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় এমন প্রকল্প রাজ্যের পাশাপাশি বুনিয়াদপুরেও চালু হতে চলেছে।


বুনিয়াদপুর শহরকে স্বচ্ছ শহর গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিলেও বুনিয়াদপুর পৌরসভা। বাড়ি থেকে নোংড়া আবর্জনা গুলিকে পিথকিকরন করে পচন শিল নোংড়া আবর্জনা গুলিকে পচিয়ে রাসায়নিক স্যার এ রূপান্তরিত করা হবে। ও অপচন শীল আবর্জনাকে রাস্তার কাজে লাগানো হবে ।

এবিষয়ে বুনিয়াদপুর চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মন জানিয়েছেন আমরা বুনিয়াদপুর শহরকে জঞ্জালমুক্ত করে স্বচ্ছ পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে পুরসভার তরফে। আমরা তারই ব্যবস্থাপনা কে ব্যাস্ত বাস্তবায়িত করার লক্ষ্যেই পৌরসভায় মিটিং এর আয়োজন করা হয়েছে।

এবিষয়ে বুনিয়াদপুর পৌরসভার অবজারভার ও ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল জানিয়েছেন পৌরসভাকে পরিচ্ছন্নতা করার লক্ষ্যেই আজকে আমরা বুনিয়াদপুর পৌরসভা আয়ের মিটিংয়ে বসেছি।

এ বিষয়ে কলকাতার হিজলি ইন্সপিরেশন সংস্থার এক কর্মী জানিয়েছেন আমরা বুনিয়াদপুর পৌরসভাতে এসেছি পৌরসভাকে স্বচ্ছ জঙ্গল মুক্ত করে স্বচ্ছ পৌরসভা গড়ে তুলতে। তার এই আজকে মিটিং এর মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here