বুনিয়াদপুর শহরকে আরো পরিষ্কার করে তোলার জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে গড়ে তোলা হয়েছে,৬০ লক্ষ টাকা খরচে এই প্রকল্পটি আগামী ৬মাসের মধ্যেই সম্পূর্ণ হবে,খুশি হয়েছেন সকলেই। গঙ্গারামপুর 22 নভেম্বর দক্ষিণ দিনাজপুর ।আবারোও বড়োসড়ো পাওনা পেতে চলেছে শহরবাসী। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরির উদ্যোগ নিয়েছে। এর ফলে শহরে নোংরা আবর্জনা যেমন সার ও প্লাস্টিক কেরিব্যাগ পরিণত হবে রাস্তায় এমনি রাস্তায় উদ্যোগ নেওয়া হয়েছে।৬০ লক্ষ টাকা বরাদ্দে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রকল্প আগামী ৬মাসের মধ্যে শেষ হবে।খুশি হয়েছেন বুনিয়াদপুর পৌর এলাকার শহরবাসীরা। বুনিয়াদপুর পৌরসভা সূত্রে জানা গেছে,কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের উদ্যোগে করা হচ্ছে বুনিয়াদপুরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের তৈরির কাজ। প্রায় ৬০ লক্ষ্য টাকা ব্যায়ে করা হচ্ছে এই প্রকল্পটি। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এমন একটি প্রকল্প যার মাধ্যমে বজ্র পদার্থ থেকে তৈরি হবে স্যার। যেই সার কৃষি কাজে ব্যাবহার করা যাবে। পাশাপাশি নোংরা প্লাস্টিক গুলিকে আলাদা করে আবার প্লাস্টিক তৈরির কাজে ব্যাবহার করা হবে। যা দিয়ে রাস্তা তৈরি করা হবে এই প্রকল্পের মাধ্যমে শহরে নোংরা আবর্জনা কমে যাবে ও শহর আরো উন্নতির দিকে এগিয়ে যাবে। এই প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার।প্রকল্পটি বুনিয়াদপুর শহরবাসীর কাছে বড় পাওনা বলে জানিয়েছেন বুনিয়াদপুর শহরের চেয়ারপারসন অখিল চন্দ্র বর্মন।
এবিষয়ে বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন অখিল চন্দ্র বর্মন জানিয়েছে ,আমদের বহু দিনের প্রচেষ্টায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ শুরু হয়েছে বুনিয়াদপুরে। যার মাধ্যমে বুনিয়াদপুর শহরে বজ্র পদার্থ থেকে তৈরি হবে রাসায়নিক সার। এই সার চাষের কাজে ব্যাবহার করা যাবে। পাশাপাশি ফেলে দেওয়া প্লাস্টিক ও কেরিব্যাগ গুলিকে আলাদা করে নতুন প্লাস্টিক ও কেরিব্যাগ তৈরি করা হবে। মালদা জেলার এমএডি প্রকল্পের কাজ শেষ করবেন আগামী ছয় মাসের মধ্যে মালদা জেলার অফিসারেরা। মালদা বিভাগের প্রকল্পের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার জানিয়েছেন , এমন প্রকল্প চালু হলে অনেক অর্থেই যখন শহর পরিষ্কার হবে তেমনি প্লাস্টিক থেকে রাস্তা ও বর্জ্য পদার্থ থেকে সার তৈরি করা হবে। এতে শহর অনেক পরিষ্কার থাকবে।খুব তাড়াতাড়ি প্রকল্পের কাজ শেষ করা হবে। এমন প্রকল্প চালু হতে চলায় পৌরসভার চেয়ারম্যানকে সাধুবাদ জানিয়েছেন সকলেই ।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর শহরকে আরো পরিষ্কার করে তোলার জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে গড়ে...