দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক অর্থাৎ CDS বিপিন রাওয়াত ও তার স্ত্রী সহ 11 জনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কোন দেশে। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর মহাবিদ্যালয় এর পক্ষ থেকে মৌন মিছিল করেন ওটা বুনিয়াদপুর শহর জুড়ে ও এক মিনিট নীরবতা পালন করেন।
এ বিষয়ে বুনিয়াদপুর টাউন তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার সায়ন্তন মন্ডল জানিয়েছেন আজ আমরা দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত এর মৃত্যুর জন্য বুনিয়াদপুর কলেজ থেকে এক মৌন মিছিল বের করেছি গোটা বুনিয়াদপুর শহর জুড়ে ও তার সঙ্গে এক মিনিট নীরবতা পালন করলাম।