শীতল চক্রবর্ত্তী,বুনিয়াদপুর,15 মে,দক্ষিণ দিনাজপুর :-শ্বশুরবাড়িতে জামাই এর আত্মহত্যা করে মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়।ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত বুনিয়াদপুর পৌরসভার ১০ নম্বর ওয়াডের পীরতলা এলাকায়। যদিও এ বিষয়ে মৃতের আত্মীয়স্বজনের কোন কিছু বলতে না চাইলেও পুলিশ কিন্তু এই মৃত্যুর ঘটনাটি নিয়ে ধোঁয়াশার গন্ধ পাচ্ছে। বংশীহারী থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে কিভাবে শ্বশুরবাড়িতে জামাইয়ের মৃত্যু হয়েছে কারন জানতে।এলাকায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে।

পুলিশ জানায় মৃত ওই শশুর বাড়িতে থেকে আত্মহত্যা করে মৃত্যু হওয়া জামাইয়ের নাম বিনোদ কুমার শর্মা(43 )বছর ।তার নিজের বাড়ি মালদা জেলার মঙ্গলবাড়ী সারদা কলোনি এলাকায়। যদিও শ্বশুরবাড়ি বুনিয়াদপুর এলাকায় সে বহুদিন ধরেই থাকত।মৃতের পরিবারের লোকজনদের দাবি,বুনিয়াদপুরে শ্বশুরবাড়িতে জামাই আত্মহত্যা করেছে।
সূত্রে জানা গিয়েছে, প্রায় কুড়ি বছর আগে বুনিয়াদপুরের পীরতলা এলাকার বাসিন্দা মহোল্লাল শর্মার মেয়ের সাথে মালদা জেলার মঙ্গলবাড়ী এলাকার বাসিন্দা বিনোদ এর বিয়ে হয়। সূত্রে জানা গিয়েছে ,কিছুদিন আগে বিনোদ তার সমস্ত জিনিস পত্র, সহ যাবতীয় জিনিস বিক্রি করে এসে শশুর বাড়িতে থাকতো। হঠাৎ করে কেন সে শশুর বাড়িতে আত্মহত্যা সেবিষয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

যদিও এবিষয়ে মৃত ব্যক্তির পরিবারের লোকজন কিছু না জানতে চাইলেও শুধু একজন জানিয়েছে, তিনি যে মারা গেছেন ফাঁসি দিয়ে এর থেকে আর কিছু জানি না ।
এবিষয়ে মৃত ব্যক্তির ভাই সুনিল শর্মা জানিয়েছেন ,আমি খবর পেয়েছি দাদা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়েই ছুটে এসেছি। কেনই বা করল এমন কাজ ,কি কারনে করল আমি বলতে পারব না।
বংশীহারী থানার পুলিশ বিষয়টি নিয়ে রহস্য গন্ধ পাচ্ছে। তাই মৃতদেহ উদ্ধার করে কারণ জানতে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
এমন ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকাজুড়ে।