ফুটবল খেলা দেখতে যাবার পথে বুনিয়াদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বোলেরো গাড়ি তিনের মৃত্যু, আহত ১১ ,তদন্তে পুলিশ
শীতল চক্রবর্তী, বালুরঘাট, ২৪ আগস্ট:দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার জামবাগান এলাকায় ৫১২ নম্বর মালদা-বালুরঘাট জাতীয় সড়কে রবিবার সন্ধ্যায় ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।একটি সরকারি বাস,পিকআপ ভ্যান ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের,আহত হয় আরও ১১জন গাড়ির যাত্রী।আহতদের রশিদপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।
স্থানীয় সূত্রে খবর, মালদার মাধাইপুর এলাকা থেকে প্রায় বেশ কয়েকজন একটি বোলেরো গাড়ি ভাড়া করে গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়ায় ফুটবল খেলা দেখতে যাচ্ছিলেন।পথে বংশীহারী থানার জামবাড়ী এলাকায় একটি পিকআপ ভ্যান গাড়ি সেখানে দাঁড়িয়েছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বোলোরো গাড়িটি ওই পিকআপ ভ্যান গাড়িটিকে ধাক্কা দিলে পিকআপ ভ্যান গাড়িটি পুকুরে জলে পরে উল্টে যায়।সেই সময় গঙ্গারামপুর দিক থেকে বুনিয়াদপুরের দিকে যাওয়া একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ওই বোলের গাড়িটিকে ধাক্কা মারলে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনাটি। বোলেরো গাড়ি ও সরকারি গাড়ির মধ্যে থাকা প্রায় বেশ কয়েকজন জন যাত্রী গুরুতর আহত হয়।
এলাকাবাসীরা ঘটনার খবর পেতে দ্রুত ছুটে এসে গাড়িগুলোতে থাকা আহত হওয়া প্রায় ১৪জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রশিদপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।সেখানে বোলেরো গাড়িতে থাকা তিনজনকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।আহত ১১জনের চিকিৎসা চলছে রশিদপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্র বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।মৃত ও আহতদের সকলের বাড়ি মালদা জেলার ওল্ড মালদা থানার মাধাইপুর গ্রামে।ফুটবল খেলা দেখতে আসতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাদের নাম পরিচয় বর্তমান সময় পর্যন্ত পাওয়া যায়নি।
ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসীরা জামবাড়িতে জাতীয় সড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ দেখান।পরে বংশীহারী থানার বিশাল পুলিশবাহিনী সেখানে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা অজয় সরকার অভিযোগ করেন, “শহর এলাকা হলেও আলো না থাকার কারণে দুর্ঘটনা ঘটছে বারবার।এই দুর্ঘটনায় তিনজন মারা গেছে, আরও অনেকেই আহত হয়েছে তাদের চিকিৎসা চলছে হাসপাতালে।”
বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন কমল সরকার জানান, “ওই এলাকায় আলোর সমস্যার বিষয়টি খতিয়ে দেখা হবে।”
গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দ্বীপায়ন ভট্টাচার্য বলেন, “বোলেরো গাড়িতে থাকা তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। পুলিশ পুরো ঘটনার তদন্ত চলছে।”