শীতল চক্রবর্তী ২৬ শে জানুয়ারি বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা বিপ্লব মিত্র। সোমবার বিকেলে বুনিয়াদপুর শহরে ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে অনুষ্ঠিত এই সভায় রেকর্ড পরিমাণ তৃণমূল কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব মিত্র বলেন, “সামান্য ভোটের ব্যবধানে সুকান্ত মজুমদার এই লোকসভা কেন্দ্রের এমপি হয়েছেন। কিন্তু এমপি হওয়ার পর গত পাঁচ বছরে সাধারণ মানুষের জন্য তিনি কোনও কাজ করেননি।” তিনি দাবি করেন, দক্ষিণ দিনাজপুর জেলার কোনও গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা পুরসভা এলাকাতেই কেন্দ্রীয় তহবিল এনে কোনও উন্নয়নমূলক প্রকল্প করতে পারেননি সাংসদ সুকান্ত মজুমদ
মন্ত্রী আরও বলেন,
“পাঁচ বছরে এমপি হয়ে একটি রাস্তা, একটি হাট, একটি বাজার, একটি স্কুল, একটি বিশ্ববিদ্যালয় বা একটি জল প্রকল্পের নাম বলুনযেটা আপনি সাধারণ মানুষের জন্য করতে পেরেছেন। যদি বলতে পারেন, তাহলে আমি মাথা নিচু করে ক্ষমা চেয়ে এই সভা ছেড়ে চলে যাব।”
ওয়াগন কারখানা ইস্যুতেও সুকান্ত মজুমদারকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিপ্লব মিত্র। তিনি বলেন,
“মুখের কথায় কিছু হয় না। মানুষ উন্নয়ন বোঝে। ক্ষমতা থাকলে বুনিয়াদপুরে ওয়াগন কারখানা চালু করে দেখান। তখনই বোঝা যাবে আপনার ক্ষমতা কতটা।”
সভা থেকে আরও অভিযোগ তোলা হয়, সুকান্ত মজুমদার ভোটে কারচুপি করে জয়ী হয়েছেন।এই প্রসঙ্গে মন্ত্রী বলেন,“ক্ষমতা থাকলে একসঙ্গে হাইকোর্টে চলুন। বিচারকের সামনে দুধের দুধ আর পানির পানি হয়ে যাবে।”
এদিনের সভায় বাংলার ভোট রক্ষা ও ‘ভোট সন্ত্রাসে’ ১২৬ জন ভোটারের মৃত্যুর অভিযোগ তুলে প্রতিবাদ জানানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে একাধিক কড়া মন্তব্য করেন জেলা তৃণমূল নেতৃত্ব।
পাশাপাশি বিপ্লব মিত্র রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও সভামঞ্চ থেকে তুলে ধরেন এবং বলেন,“উন্নয়নই আমাদের লক্ষ্য। রাজনীতি করি মানুষের জন্য, ক্ষমতার লোভে নয়।”
এ বিষয়ে জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল , বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন সমীর সরকার, বংশেরই পঞ্চায়েত সমিতির সভাপতি গনেশ প্রসাদ,জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রফিকুল ইসলামিয়া বলেন, মানুষজন উন্নয়নের সঙ্গে রয়েছে।” এদিকে সভাতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল, বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন সমীর সরকার, বংশীহারী পঞ্চায়েত সমিতি সভাপতি গণেশ প্রসাদ,জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম,বংশীহারী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, তৃণমূল নেতা কমল সরকার, জয়ন্ত কুণ্ডু ,প্রেমচাঁদ নুনিয়া সবার আগে কে উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভাকে ঘিরে বুনিয়াদপুরে রাজনৈতিক উত্তেজনা স্পষ্ট ছিল এবং বিপুল জনসমাগম তৃণমূলের শক্তি প্রদর্শনের ইঙ্গিত দেয় বলে মত রাজনৈতিক মহলের।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুরে তৃণমূলের প্রতিবাদ সভা থেকে সুকান্তকে খোলা চ্যালেঞ্জ মন্ত্রী বিপ্লব মিত্রের























