বুনিয়াদপুরে ট্রাক্টর ও টোটোর ব্যাটারি চুরি, সাহসী টোটো মালিকের উদ্যোগে ব্যর্থ দুষ্কৃতীরা
শীতল চক্রবর্তী, বালুরঘাট, ২১ আগস্ট:দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার অন্তর্গত বুনিয়াদপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ড করখা এলাকায় চাঞ্চল্যকর ব্যাটারি চুরির ঘটনা ঘটল। বুধবার রাত তিনটে নাগাদ তিনজন দুষ্কৃতী গৌরীপাড়া এলাকার প্রতাপ সরকারের তিনটি ট্রাক্টরের ব্যাটারি চুরি করে একটি ভটভটিতে নিয়ে পালাচ্ছিল।পথে করখা এলাকায় পৌঁছে তারা গোওয়া দেবশর্ম নামে এক ব্যক্তির টোটো থেকেও ব্যাটারি চুরি করার চেষ্টা করে। ঠিক সেই সময় গোওয়া দেবশর্ম ও তাঁর স্ত্রী আইমনি দেবশর্মা বাইরে বেরিয়ে দুষ্কৃতীদের ধরে ফেলার চেষ্টা করলে চোরেরা তাঁদের উপর চড়াও হয়। ভটভটি চাপিয়ে দেওয়ার চেষ্টা ও মারধরের পর ব্যাটারি বোঝাই ভটভটি ফেলে রেখে পালিয়ে যায় তারা।
চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন, তবে দুষ্কৃতীরা ধরা পড়েনি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভটভটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে।
টোটো মালিক আইমনি দেবশর্মা বলেন— “আমরা গরীব মানুষ, দিন আনি দিন খাই। এভাবে বারবার চুরি হলে আমাদের ভীষণ ক্ষতি হবে। দোষীদের কঠোর শাস্তি চাই।”
স্থানীয় বাসিন্দা মহাদেব মাহাতো জানান— “প্রথমে ট্রাক্টরের ব্যাটারি চুরি করে, পরে টোটোর ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় চোরেরা। আমরা চাই এদের দ্রুত ধরে কড়া শাস্তি দেওয়া হোক।”
বংশীহারী থানায় আইসি জানিয়েছে,”পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখে ব্যবস্থা নিচ্ছে।