বুনিয়াদপুরে কুড়ি বিঘা জমির পাকা গম পুড়ে গেল,ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা

0
163

বুনিয়াদপুরে কুড়ি বিঘা জমির পাকা গম পুড়ে গেল,ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা

শীতল চক্রবর্তী বালুরঘাট ৩ এপ্রিল।বিধ্বংসী আগুনে পুড়ে ভস্মীভূত হলো প্রায় ২০বিঘা জমির পাকা গম।গ্রামবাসীদের প্রচেষ্টায় আগুন থেকে রক্ষা পেলো একটি গ্রাম। কৃষকদের হাহাকারে শোকগ্রস্ত এলাকা।বৃস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত জোড়দীঘি ডাউয়াকুরি গ্রামে এমন ঘটনাটি ঘটেছে। বুনিয়াদপুর থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে।
বংশীহারী থানার অন্তর্গত জোড়দীঘি এলাকার বৃস্পতিবার দুপুরে ডাউয়াকুরি গ্রামের গমের জমিতে কেও বা কাহারা আগুন লাগিয়ে দেয় বলে জানা গিয়েছে। বাতাসের কারণে সেই আগুন দাউ দাউ করে গমের খেতে ধরে উঠে।মাঠের মধ্যে পূর্ব দিকে বাতাস থাকার কারণে আগুন পৌঁছে যায় রানিপুর গ্রামের দিকে।ওই এলাকার বহু চাষির প্রায় ২০বিঘা পাকা গম আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় বলে গ্রামবাসীরা দাবি করেছে। বহু চেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।মাঠের মধ্যে কিছু জমির গম কাটা হয়েছে আর কিছু জমির গম এখনো কাটা হয়নি। মাঠের গম কেটে নিলেও মাঠে পড়ে রয়েছে গমের অবশিষ্ট অংশ। মাঠের অবশিষ্ট অংশগুলি পুড়তে পুড়তে আগুন এসে পৌঁছায় গয়াহার, মিঠাপুকুর ও জকাহার এলাকায়।গোঁয়াহার গ্রামের বাসিন্দারা আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়ে।আগুন না নিভালে না পাড়লে গ্রাম পুড়ে যেতে পারে। স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। খবর দেওয়া হয় বুনিয়াদপুর দমকল বিভাগ অফিসে। ছুটে আসে বংশীহারী থানার পুলিশও।দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে স্থানীয় বাসিন্দা মঞ্জুরি ঘোষ, দিপালী সরেন ও শ্যামল সরেনের অভিযোগ করে জানান,” কেউ বা কাহারা গমের জমিতে আগুন লাগিয়ে দিয়েছে।সেই আগুন বাতাসের কারনে দাবানলে পরিণত হয়েছে। আগুনে কয়েক বিঘা জমি গম পুড়ে গিয়েছে পাশাপাশি আমাদের গ্রামে মধ্যে আগুন লেগে যাচ্ছিল।আমরা গ্রামবাসীরা সকলে মিলে আগুন না নেভালে সম্ভবত আগুন গোটা গ্রামে ঢুকে যেতো।”। বুনিয়াদপুর দমকল কেন্দ্রের আধিকারিক জানান,”দ্রুত সঙ্গে আগুন নিভানো হয়েছে। বিষয়টি তারা খতিয়ে দেখছে।” ঘটনায় প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে এসে সহযোগিতা করুক সকলেই দাবি করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here