শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 31 জানুয়ারি দক্ষিণ দিনাজপুর :- নতুনভাবে স্বল্প খরচে অত্যাধুনিক স্বাস্থ্যপরিসেবা পৌঁছে দিতে আবারো হাজির হল জীবন শিখা নার্সিংহোম এন্ড ডায়গনস্টিক সেন্টার কর্তৃপক্ষ। 31 জানুয়ারি রবিবার দুপুরে নতুনভাবে উদ্বোধন করা হলো দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার শ্যামা পল্লীতে অবস্থিত স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র নার্সিংহোম উদ্বোধনী চেয়ারম্যান। সেখানে নার্সিংহোমের কর্ণধর সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ডের মাধ্যমে সমস্ত পরিচয় পেতে যাবেন বলে চেয়ারম্যান সহ কর্ণধারেরা জানিয়েছেন। বুনিয়াদপুর শহরে এমন একটি স্বাস্থ্য পরিষেবা চালু হওয়া অন্যরকম মাত্রা এনে দেবেই মনে করছেন সকলেই। উদ্বোধনের দিন থেকেই সকলেই স্বল্প খরচে নিয়মিতভাবে এমন নামকরা চিকিৎসকদের সেখানে দেখতে পাবেন, তেমনি উল্লেখযোগ্য পরিষেবাগুলি পেয়ে যাবেন।

বুনিয়াদপুর পৌরসভার শ্যামা পল্লীতে অবস্থিত জীবন শিখা নার্সিংহোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মন। সেখানে পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুন্ডু কাউন্সিলর আয়েশা খাতুন বিশিষ্ট সমাজসেবী তথা বিখ্যাত ক্যারাটে প্রশিক্ষণ রঘুনাথ পাল, নার্সিংহোমের কর্ণধর রেজাউল সরকার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এদিন সেখানে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনের পরে নার্সিংহোম এর সমস্ত পরিকাঠামো দেখে দারুন খুশি হন উপস্থিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান সহ বিশিষ্টজনেরা। বুনিয়াদপুর সহ আশপাশের যে সমস্ত নার্সিংহোম গুলি রয়েছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য পরিষেবা এই নার্সিংহোম থেকেই দেওয়া হবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। সেই সঙ্গে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সমস্ত পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয় নার্সিংহোমের তরফে। উদ্বোধনের দিন থেকেই সকলেই স্বল্প খরচে নিয়মিতভাবে যেমন নামকরা চিকিৎসকদের সেখানে দেখতে পাবেন তেমনই উল্লেখযোগ্য পরিষেবা গুলি পেয়ে যাবেন।

নার্সিংহোমের উদ্বোধন করে বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মন জানিয়েছেন, এখান থেকে স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে সমস্ত পরিষেবা দেওয়া পাওয়া যাবে। তাছাড়া স্বাস্থ্যপরিসেবা দিক থেকে এই নার্সিংহোমে উল্লেখযোগ্য পুরস্কার দিয়ে থাকে। আমি আশা রাখব তারা সেই ধারাবাহিকতা ধরে রাখবে।

জীবন শিখা নার্সিংহোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার সূত্রে খবর, এখান থেকেই পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে বিভিন্ন ধরনের অপারেশন করা সহ বিভিন্ন পরিষেবা বিনামূল্যে করতে পারবেন। এখানে চব্বিশ ঘন্টা নবজাতকের নিউ নেটাল কেয়ার ইউনিউ(NICU) পরিষেবা। পাবেন দক্ষ নার্স ও ডাক্তার বাবু দ্বারা ওটি ও নরমাল ডেলিভারি করানো হয়। শুধু মাত্র 24 ঘন্টা ইন্টার্নশিপ থেরাপি ইউনিট (ITU) চালু রয়েছে। সার্জারি করা হয় অভিজ্ঞ চিকিৎসকদের দিয়ে। বাসিন্দাদের শিশুর মায়েদের সুবিধায় সিঙ্গেল বেট সহ (কেবিন স্পেশালিটি ব্যবস্থাও রয়েছে। 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা দেবার ব্যবস্থা করা হয়েছে সেখানে। ( OPD) তে বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিতভাবে চেম্বারে বসবেন। এছাড়াও আপনারা এখান থেকেই ব্রাঞ্চ অফিস নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে নিয়মিতভাবে স্বল্প খরচে PATHOLOGY & LABORATORY মাধ্যমে মল মূত্র কফ DIGITAL X-RAY ,USG, ECG, PFT, FNAC,ECHO- CARDIOGRAPHY করা হয়।

জীবন শিকার নার্সিংহোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার কর্ণধর রেজাউল সরকার জানিয়েছেন, ভালো পরিষেবা পেতে হলে আপনাদের হাসতেই হবে আমাদের এখানে। তাই সকলকে স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে সহ বিভিন্ন ধরনের সেবা পেতে হলে আমাদের এখানে আসতেই হবে।

উদ্বোধনের দিন থেকেই সকলেই স্বল্প খরচে নিয়মিতভাবে যেমন নামকরা চিকিৎসকদের সেখানে দেখতে পারবেন, তেমনি উল্লেখযোগ্য পরিষেবাগুলি নার্সিংহোমে চালু করে দেওয়াই সাধুবাদ জানিয়েছেন সকলেই।