বুধবার রাতে বেসরকারি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে 10 কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করল পুলিশ। বেস্পতিবার পাঠানো হলো আদালতে।

0
606

শীতল চক্রবর্তী বুনিয়াদপুর 29 জুলাই দক্ষিণ দিনাজপুর:-10 কেজি গাঁজা সহ পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার বুনিয়াদপুর ট্র্যাফিক চেকিং এলাকায়।বুধবার রাতে কলকাতাগামী একটি বাসে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই 10 কেজি গাজা সহ দুজনকে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার দুজনকে নির্দিষ্ট ধারা বংশীহারী থানা পুলিশ পাঠিয়েছে।

বৃহস্পতিবার বংশীহারী থানাতে সাংবাদিক বৈঠক করে মহকুমা পুলিশ আধিকারিক এমন ঘটনার কথা জানান।  পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল বুধবার রাতে বালুরঘাট থেকে কলকাতাগামী শ্যামলী নামে যাত্রীবাহী বাসে কলকাতা যাওয়ার গোপনে গাঁজাসহ ওই দুই ব্যক্তি পতিরাম থানার বাস স্ট্যান্ড ঢাকা থেকে উঠেছিল তা পাচার করার জন্য। গোপন সূত্রে খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ বুনিয়াদপুর ট্রাফিক চেকিং শ্যামলী গাড়ীতে তল্লাশি চালিয়ে 10 কিলো গাঁজা উদ্ধার করে।

দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানায় ধৃতদের নাম দীপক কুমার দাস ওরফে (বাদল)বাড়ি কোচবিহারে ও রেখা ভুইমালি কুমারগঞ্জ গোবিন্দপুর এলাকার মেয়ে সে। গাজার ওই প্যাকেট দুটি কলকাতার দিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে তারা পুলিশ জানিয়েছে। নির্দিষ্ট ধারায় এই দু’জনকে বালুরঘাট জেলা আদালতে পাঠানো হয়। বংশীহারী থানার পুলিশ এদের 7 দিনের রিমান্ড চেয়েছেন।  

  এবিষয়ে গঙ্গারামপুর মহাকুমার পুলিশ আধিকারিক দীপ কুমার দাস জানিয়েছেন ,গোপন সূত্রে খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ বুনিয়াদপুর ট্রাফিকে চিটিং করার আমি এই দুজন অভিযুক্ত কে 10 কিলো গাঁজাসহ থানায় নিয়ে আসা হয় বুধবার রাত্রে শ্যামলী নামে এক বেসরকারি রাত্রিবাহী বাস থেকে।এদিন তাদের বালুরঘাট জেলা আদালতে নির্দিষ্ট ধারায় মামলা করে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here