*বুধবার মহালয়ার দিন শহরের সমস্ত পুজো মন্ডপগুলি পরিদর্শন করলেন পুলিশ প্রশাসন।কোভিড বিধি মেনে এবছরও পুজোর অনুমতি মিললেও মন্ডপ দর্শক শূন‍্য রাখার নির্দেশ দিয়েছেন মহামান‍্য হাইকোর্ট।

0
230

চাঁচল:০৬ অক্টোবর:-*বুধবার মহালয়ার দিন শহরের সমস্ত পুজো মন্ডপগুলি পরিদর্শন করলেন পুলিশ প্রশাসন।কোভিড বিধি মেনে এবছরও পুজোর অনুমতি মিললেও মন্ডপ দর্শক শূন‍্য রাখার নির্দেশ দিয়েছেন মহামান‍্য হাইকোর্ট।সেই সঙ্গে অারোপ করা হয়েছে একগুচ্ছ বিধিনিষেধ।মালদহের চাঁচল শহরের পুজো মন্ডপ গুলি আদৌ সেই নির্দেশ মানছে কিনা?অজান্তেই বুধবার শহরের মন্ডপ গুলি ঘুরে দেখলেন উর্দিধারীরা।চাঁচল মহকুমা পূলিশ আধিকারিক শুভেন্দু মন্ডলের নেতৃত্বে চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ ও অন‍্যান‍্য পুলিশ কর্মীরা পরিদর্শনে ছিলেন।চাঁচলের ঐতিহ্যবাহী পাহারপুর চ্ন্ডীমন্ডপ,দূর্গাবাড়ী বারোয়ারী মন্ডপ,বিধানসরণি,মৈত্র সংসদ, বিবেকানন্দ স্মৃতি সমিতি ইয়ুথ ক্লাব সহ বিভিন্ন পূজো মন্ডপগুলি ঘুরে দেখলেন পুলিশ কর্মীরা।পূজো উদ‍্যোক্তা দের দিলেন একাধিক নির্দেশ।সমস্ত পূজো কমিটি গুলি প‍্যান্ডেলে প্রবেশ ও বাহির পথের দ্বার যেন বৃহত্তর আকারে করে সেই নির্দেশ দেওয়া হয় পুলিশের তরফে।পাশাপাশি মন্ডপের বাইরে যেন নো-এন্ট্রী বোর্ড ঝোলানো থাকে।এছাড়াও পূজো কমিটিগুলোকে অগ্নিনির্বাপণ ব‍্যবস্থা রাখতে হবে।করোনা প্রতিরোধকারী মাস্ক ও হ‍্যান্ড স‍্যানিটাইজার রাখার নির্দেশ দেওয়া হয়।চাঁচল শহরের বড়ো বাজেটে পূজো কমিটি গুলোকে রাখতে হবে সিসি টিভি ক‍্যামেরা।তার সাথে দশজনের স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখার নির্দেশ প্রশাসনিক কর্তারা।

চাঁচলের এসডিপিও শুভেন্দু মন্ডল জানান,শারদ উৎসবের শেষ মুহুর্তের প্রস্তুতি রয়েছে।পূজো নিয়ে যে সরকারি গাইডলাইন হয়েছে।মানা হচ্ছে কিনা?তা খতিয়ে দেখতে* পরিদর্শনে বেরিয়েছিলাম।*
চাঁচল বারোওয়ারী দূর্গাপূজা মন্ডপের সদস‍্য দীপঙ্কর রাম জানালেন,সরকারি নির্দেশ মেনেই আমরা পূজোর আয়োজন করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here