বিপ্লব মিত্রের নির্দেশে গঙ্গারামপুর ব্লকের ৮নম্বর বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথ পরিদর্শন করেন জেলা তৃণমূলের একাধিক নেতারা শীতল চক্রবর্তী, বালুরঘাট ১৮ নভেম্বর দক্ষিণ দিনাজপুর।রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূলের অভিভাবক বিপ্লব মিত্রের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল নেতৃত্বরা এদিন গঙ্গারামপুর ব্লকের ৮নম্বর বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথ পরিদর্শন করেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এস.আই.আর সংক্রান্ত যে সমস্যা চলছে সেই সমস্যার বিষয়ে ভোটারদের সহায়তা করতে তাঁরা একটি বিশেষ ক্যাম্পেরও আয়োজন করেন।লক্ষ্য ছিল,বৈধ ভোটারদের নাম যেন ভুলবশত ভোটার তালিকা থেকে বাদ না পড়ে।
মঙ্গলবার বিকেলে বুথে বুথে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তৃণমূল নেতৃত্বরা এবং ভোটারদের ফরম পূরণে সহায়তা করেন। তাঁদের আশ্বাস—ভবিষ্যতেও একইভাবে পাশে থাকবেন।
এদিন উপস্থিত ছিলেন—
গঙ্গারামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী তথা জেলা তৃণমূলের অন্যতম নেতা চিরঞ্জিত মিত্র,
গঙ্গারামপুর শহর তৃণমূল আই.এন.টি.টি.ইউ.সি-র সহ-সভাপতি অসিত মালাকার,৮নম্বর বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রোশনেয়ারা বেগম,তৃণমূল নেতা মারুজ্জামান ওরফে মন্টু মিঞা,সহ একাধিক টিএমসি নেতৃত্ব।
সরকারিয়া আইনজীবী তথা জিরা তৃণমূলের অন্যতম নেতা চিরঞ্জিত মিত্র বলেন,
“দলীয় নেত্রী ও যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় এস.আই.আর নিয়ে মানুষকে সচেতন করছি। সঠিক ভোটার তালিকায় বৈধ ভোটারদের নাম যেন বাদ না যায়, তার জন্য আমরা সহায়তা করে যাচ্ছি। আগামী দিনেও এই কাজ অব্যাহত থাকবে।”
এদিন বাসুরিয়ার সহায়তা ক্যাম্পে ব্যাপক ভিড় দেখা যায়।




















