বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১৩৬তম জন্মজয়ন্তী উদযাপন করা হলো

0
26

বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১৩৬তম জন্মজয়ন্তী উদযাপন করা হলো গঙ্গারামপুর বিপ্লবী ক্ষুদিরাম মার্কেটে,করা হলো মিছিল, শীতবস্ত্র বিতরণ সহ একাধিক কর্মসূচি
বালুরঘাট ৩ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর।বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১৩৬তম জন্মজয়ন্তী উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিপ্লবী ক্ষুদিরাম মার্কেটের পক্ষ থেকে দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হল। বুধবার বেলা ১টা নাগাদ মার্কেট প্রাঙ্গণে এদিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ একাধিক বিশিষ্টজনারা উপস্থিত ছিলেন।
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত বীর বিপ্লবী ক্ষুদিরাম মার্কেট প্রতিবছরই বিপ্লবীর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে বিপ্লবী ক্ষুদিরাম মার্কেট।সেই ধারাবাহিকতায় এবছরও আয়োজন করা হয় প্রভাতফেরি, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং জাতীয় পতাকা ও মার্কেটের পতাকা উত্তোলন।এরপর বেলা একটা বাজতেই শুরু হয় শীতবস্ত্র বিতরণ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিপ্লবী ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র।অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে গঙ্গারামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, গঙ্গারামপুর কলেজের অধ্যক্ষ ড. দীপক কুমার জানা, শিক্ষক সুব্রত মুখার্জি, কাউন্সিলর অতনু রায়, বিপ্লবী ক্ষুদিরাম মার্কেটের সম্পাদক অরবিন্দ ঘোষ, সভাপতি বরুণ সরকার , সদস্য প্রদীপ সাহা,কৃষ্ণ রায় সহ আরো অনেকেই। গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ও ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাসেরা বলেন,”এমন উদ্যোগ মহান ধন্যবাদ জানাই উদ্যোক্তাদের।” বিপ্লবী ক্ষুদিরাম মার্কেটে সভাপতি বরুণ সরকার বলেন,”মার্কেট কমিটি প্রতিবছর এই অনুষ্ঠানটা করে থাকে। বেশ কিছু কর্মসূচি এদিন নেওয়া হয়েছিল।মানুষজনদের পাশে থেকে কাজ করে যাবে আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান।” বিপ্লবী ক্ষুদিরাম মার্কেটের সম্পাদক অরিন্দম ঘোষ ওরফে ফুচকা বলেন,”এই দিনটি আমরা এমন অনুষ্ঠান করে থাকি।এবারও শীতবস্তু সহ একাধিক কর্মসূচি পালন করা হয়েছে মার্কেটের তরফে।যা আগামীতে করে যাব।” বিপ্লবী ক্ষুদিরাম মার্কেট কমিটির এমন অনুষ্ঠানকে ঘিরে সকলের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here