শিলিগুড়ি:-
বিহারে পাচারের আগে লক্ষাধীক টাকার শালকাঠ সহ একজনকে গ্রেফতার করল বনকর্মীরা।গোপন সুত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাশ সংলগ্ন ঢাকেশ্বরী মন্দির এলাকায় একটি পিকআপ ভ্যান আটক করে।পিকআপ ভ্যানটিতে ধান বোঝায় করাছিল।ধানের আড়ালে শাল কাঠ লুকিয়ে পাচার করছিল দুস্কৃতিরা।গাড়ীটি আটক করে তল্লাশী করতে ধানের বস্তার নিচ থেকে কাঠ বেড়িয়ে আসে।ডাবগ্রাম রেঞ্জের রেঞ্জ অফিসার শ্যামাপ্রসাদ চাকলাদার বলেন,গাড়ীটি থেকে তিনটি কাঠের লগ পাওয়া যায়।শিলিগুড়ি থেকে বিহারে পাচার করার পরিকল্পনা ছিল।উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষাধীক টাকা।ধৃত কে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করে রিমান্ডে নিয়ে পাচার কাজের সাথে কারা জড়িত রয়েছে তার সন্ধান করবেন।