বিস্ময় বালক।অনুব্রত সরকার।মাত্র ১০ বছর বয়সেই অ্যাপ তৈরি করে নজর কাড়ল আমজনতার।

0
1252

আলিপুরদুয়ারঃ বিস্ময় বালক।অনুব্রত সরকার।মাত্র ১০ বছর বয়সেই অ্যাপ তৈরি করে নজর কাড়ল আমজনতার।ইতিমধ্যে ৭ টি অ্যাপ গুগল এ পাবলিশড ও হয়ে গেছে।আলিপুরদুয়ার শহরের একটি ইংরেজী মাধ্যম স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্র অনুব্রত সরকারের এহেন কৃতিত্বপূর্ন কাজে অভিভূত বাবা মা।অনুব্রতর বাবা মা দুজনেই শিক্ষক শিক্ষিকা।বাবা রসায়নের শিক্ষক।তিনি জিৎপুর হাইস্কুলে পড়ান।অনুব্রত বেশ কয়েকবছর ধরে অ্যাপ তৈরি নিয়ে নতুন আবিষ্কারে মত্ত ছিল।শেষ পর্যন্ত ধরা দিল। এক এক করে সাতটি অ্যাপ তৈরি করে গুগলে পাঠালে তা পাবলিশড হয়ে যায়।এখন সবাই অনুব্রতর অ্যাপ ডাউনলোড করছে।স্বাভাবিক ভাবেই এই ঘটনায় নায় অভিভূত বাবা মা।বাবা কৌশিক সরকারের সাফ কথা,এ কাজে তিনি ছেলেকে সহযোগিতা করছেন ঠিকই।কিন্তু তিনি চান অনুব্রত প্রোপার গাইডেন্স পাক।পরবর্তিতে এটা নিয়ে কি ভাবে এগোনো যাবে তা নিয়ে বিশেষজ্ঞ দের মতামত ও চেয়েছেন তিনি।বরাবরের মেধাবী অনুব্রত বড় হয়ে বিজ্ঞানী হতে চান।এদিন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তি ও ত্রান পুনর্বাসন দফতরের চেয়ারম্যান মৃদুল গোস্বামী অনুব্রতর বাড়িতে গিয়েছিলেন তাকে শুভেচ্ছা জানাতে।ত্রান ও পুনর্বাসন দফতরের চেয়ারন্যান মৃদুল গোস্বামী বলেন,অনুব্রত তো বিস্ময় বালক।মাত্র ১০ বছরে ৭ টি অ্যাপ তৈরি করে ফেলেছে।ওর সাফল্য কামনা করেছেন তিনি।।ছোট্ট অনুব্রতর এই অসাধারিন কাজে গর্বিত আলিপুরদুয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here