বি*ষ খেয়ে যুবকের মৃ*ত্যু, শোকের ছায়া উখিল গ্রামে

0
95

বিষ খেয়ে যুবকের মৃত্যু, শোকের ছায়া উখিল গ্রামে। বিষ খেয়ে মৃত্যু হল এক যুবকের,শোকের ছায়া এলাকায় শীতল চক্রবর্তী বালুরঘাট এক সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর।বিষ খেয়ে মৃত্যু হল এক যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার অন্তগত উখিল গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম তপন সরকার (৩৪),তার বাড়ি হরিরামপুর থানার উখিল গ্রামে।পরিবার সূত্রে জানা যায় মৃত ওই যুবক শুক্রবার সন্ধ্যায় ইথাগর হাটে পড়ে রয়েছিল।খবর পেয়ে পরিবারের লোক জন সেখানে গেলে যুবকের মুখে জানতে পারে ঘাস মারা বিশ খেয়েছে সে।পরিবারের লোকজন দ্রুত যুবককে হরিরামপুর প্রাথমিক চিকিৎসালয়ে নিয়ে যায়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর শুক্রবার রায়গঞ্জ হাসপাতালে রেফার করেন। সেখানে সঠিক চিকিৎসা না পেয়ে সেখান থেকে শনিবার বুনিয়াদপুরে বেসরকারী হাসপাতালে নিয়ে আসেন। রবিবার সেই যুবকের মৃত্যু হয়। বংশীহারী থানার পুলিশ যুবককে উদ্ধার করে ময়নতদন্তের পাঠিয়ে তদন্ত শুরু করেছেন।
এবিষয়ে মৃত যুবকের আত্মীয় বঙ্কিম সরকার ও স্থানীয় এক বাসিন্দারা জানিয়েছেন ,”এমনভাবে সে চলে যাবে সেটা ভাবতেই পারছিনা।” বংশীহারী থানার আইসি জানিয়েছেন,”কি কারনে এমন ঘটন ঘটেছে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here