জলপাইগুড়ি:- বিষাক্ত সাপ উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দিলেন পরিবেশপ্রেমী দেবার্ঘ্য রক্ষিত। জলপাইগুড়ির দোমহানি এলাকার জনৈক সুবোধ দাসের বাড়ি থেকে মঙ্গলবার প্রায় তিন ফিট লম্বা একটি গোখরো সাপ উদ্ধার করেন দেবার্ঘ্য বাবু। তিনি বলেন, যেহেতু বাড়িতে মুরগি ছিল, সেখানেই সাপটিকে পাওয়া যায়। আমরা খবর পেয়ে সেখানে যাই এবং উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেই। অনেক মানুষ ভয়ে সাপ মেরে ফেলেন। তাই তাদের উদ্দেশ্যে তিনি বলেন- সাপ কখনো মারা উচিত না। প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সাপ উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেবো বলে জানান ওয়াইল্ড’ লীফের সম্পাদক দেবার্ঘ্য রক্ষিত।
Home বাংলা উত্তর বাংলা বিষাক্ত সাপ উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দিলেন পরিবেশপ্রেমী দেবার্ঘ্য রক্ষিত।